WhatsApp এ অ্যাকাউন্ট না খুলেই করা যাবে চ্যাট, জানুন নতুন ফিচার

WhatsApp এ অ্যাকাউন্ট না খুলেই করা যাবে চ্যাট, জানুন নতুন ফিচার

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) সম্প্রতি একের পর এক নতুন ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও মজাদার, নিরাপদ ও ব্যক্তিগতকরণে সমৃদ্ধ করবে। কিছু ফিচার ইতিমধ্যেই স্টেবল ভার্সনে এসেছে, আবার কিছু এখনো বিটা পর্যায়ে পরীক্ষাধীন।

WhatsApp এ অ্যাকাউন্ট না খুলেই করা যাবে চ্যাট, জানুন নতুন ফিচারWhatsApp এ অ্যাকাউন্ট না খুলেই করা যাবে চ্যাট, জানুন নতুন ফিচার

মোশন ফটো পাঠানোর সুবিধা

হোয়াটসঅ্যাপ এখন কিছু বিটা ব্যবহারকারীর জন্য মোশন ফটো ফিচার চালু করেছে। এর মাধ্যমে ছবিতে মুভমেন্ট ও অডিও যোগ করে সরাসরি চ্যাট, গ্রুপ বা চ্যানেলে পাঠানো যাবে—তৃতীয় পক্ষের অ্যাপের প্রয়োজন ছাড়াই।

অচেনা গ্রুপে যোগ হলে সতর্কবার্তা

স্ক্যাম প্রতিরোধে নতুন একটি সিকিউরিটি আপডেট যুক্ত হয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি ব্যবহারকারীকে গ্রুপে যোগ করলে সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন পাঠানো হবে, যাতে ব্যবহারকারী অনাকাঙ্ক্ষিত গ্রুপে যোগ হওয়া এড়াতে পারেন।

অ্যাকাউন্ট ছাড়াই চ্যাটের সুযোগ

সবচেয়ে আলোচিত নতুনত্ব হলো ‘গেস্ট চ্যাট’ ফিচার। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও এই ফিচারের মাধ্যমে কারো সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। এটি বর্তমানে বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.22.13 ভার্সনে পরীক্ষাধীন।

গ্রুপে সরাসরি স্টেটাস আপডেট

নতুন আপডেটে গ্রুপ ইনফো স্ক্রিন থেকেই স্টেটাস আপডেট তৈরি ও শেয়ার করা যাবে। গ্রুপ আইকন বা আপডেটস ট্যাব থেকে এই স্টেটাস দেখা যাবে। ফিচারটি বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.22.11-এ পাওয়া যাচ্ছে।

ওয়েভ ইমোজি দিয়ে শুভেচ্ছা

একটি মজার সংযোজন হিসেবে, এখন নতুন কোনো কন্ট্যাক্টের সঙ্গে প্রথমবার চ্যাট শুরু করার সময় ব্যবহারকারীরা ওয়েভ ইমোজি পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন। বর্তমানে এটি বিটা ভার্সনে চালু রয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল ছবি ইমপোর্ট

যারা ফোন থেকে পুরনো প্রোফাইল ছবি হারিয়েছেন, তাদের জন্য রয়েছে সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল ছবি ইমপোর্ট করার সুবিধা। এটি বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.21.23 ভার্সনে পরীক্ষাধীন।

Redmi Note 15 : 12GB RAM এর সঙ্গে 50MP ক্যামেরাসহ লঞ্চ হল নতুন স্মার্টফোন

এই আপডেটগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ (WhatsApp) শুধু মেসেজিং নয়, নিরাপত্তা ও ব্যক্তিগত অভিজ্ঞতাকেও নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। ব্যবহারকারীরা ভবিষ্যতে আরও উন্নত এবং স্মার্ট চ্যাটিং অভিজ্ঞতা পাবেন।

Scroll to Top