Last Updated:
যে পটচিত্র শিল্পীদের এক সময়ে, বাড়িতে বাড়িতে ঘুরে এক গান শুনিয়ে পটচিত্র দেখিয়ে আর্থিক রোজগার করতে হত সেই শিল্পীদের কাছে এক নতুন দিশা ভারতীয় ডাক বিভাগ।

আনুষ্ঠানিক প্রকাশ
পশ্চিম মেদিনীপুর: পিংলার জন্য সুখবর। পিংলার প্রাচীন ঐতিহ্য পটচিত্র এবার স্থান পাচ্ছে ভারতীয় ডাক বিভাগের পোস্ট কার্ডে। এবার পটচিত্রের একাধিক ছবি দিয়ে পিকচার পোস্টকার্ড তৈরি করে সকলের জন্য উন্মোচন করেছে ভারতীয় ডাক বিভাগ। যা আগামীতে পিংলার এই প্রাচীন শিল্পকলা দেশ ও দশের কাছে প্রচার করবে। আগামীতে পিংলার পট চিত্রশিল্পীদের কাছে এক অন্যতম মাইলস্টোন বলেই মনে করছে ওয়াকিবহালমহল। তবে পোস্টাল স্ট্যাম্পেও পটচিত্র আনার দাবি শিল্পীদের। যে পটচিত্র দেখিয়ে গ্রামে গ্রামে ঘুরে শিল্পীরা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতেন, সেই পটচিত্র এবার স্থান পেল ভারতীয় ডাক বিভাগের পোস্ট কার্ডে।
পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রাম বিখ্যাত পট শিল্পের জন্য। এখানেই প্রায় তিন শতাধিক পটশিল্পীদের বসবাস। যাদের অন্যতম রুটি রুজির মাধ্যম এই পটশিল্প। বেশ কয়েক দশক পেছনে গেলেই দেখা যাবে, পটশিল্পীরা বিভিন্ন ধর্মীয় কিংবা সচেতনতামূলক পট এঁকে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে পটের গান শুনিয়ে যে টাকা রোজগার হত তা দিয়ে সংসার চালাতেন। ধীরে ধীরে রাজ্য সরকারের উদ্যোগে সেই গ্রামে বসেছে মেলা। সরকারি ভাতাও পান শিল্পীরা। তবে এবার এক নতুন মাইল ফলক যুক্ত হল পটশিল্পীদের কাছে।
প্রসঙ্গত ভারতীয় ডাক বিভাগের এক নতুন সংস্করণ পিকচার পোস্ট কার্ড। যে পোস্ট কার্ডের একদিকে থাকবে নানান ছবির প্রচ্ছদ। পশ্চিম মেদিনীপুরের একাধিক গুরুত্বপূর্ণ ভ্রমণ ক্ষেত্র নিয়ে পিকচার পোস্টকার্ড তৈরি হয়েছে। তবে এবার পিংলার পটচিত্র পোস্ট কার্ডে স্থান দেওয়া হয়েছে। যা আগামীতেই পিংলার এই পটচিত্রের প্রসার ঘটাবে দেশ-বিদেশে। ডাকবিভাগ সূত্রে খবর, এই পোস্ট কার্ডের দাম ১০ টাকা।
আরও পড়ুনঃ KKR News: প্রথম ম্যাচের পরই নিজের দাবি জানালেন রাহানে! কী চাইলেন কেকেআর অধিনায়ক
যে পটচিত্র শিল্পীদের এক সময়ে, বাড়িতে বাড়িতে ঘুরে গান শুনিয়ে পটচিত্র দেখিয়ে আর্থিক রোজগার করতে হত সেই শিল্পীদের কাছে এক নতুন দিশা দেখাল ভারতীয় ডাক বিভাগ। পোস্ট কার্ডে পিংলার পটচিত্র স্থান পাওয়ায় নতুনভাবে আরও উন্নতি হবে বলে আশা করছে শিল্পীরা।
রঞ্জন চন্দ
Kolkata,West Bengal
March 24, 2025 10:23 PM IST
Bardhaman: চলছিল নির্বিচারে সবুজ ধ্বংস, আটকালেন গ্রামবাসীরা