West Medinipur News: এক সারিতে ১১ টি মনীষীর মূর্তি, অভিনব আয়োজন বিদ্যালয়ের

West Medinipur News: এক সারিতে ১১ টি মনীষীর মূর্তি, অভিনব আয়োজন বিদ্যালয়ের

West Medinipur News: এক সারিতে ১১ টি মনীষীর মূর্তি, অভিনব আয়োজন বিদ্যালয়ের

আরও পড়ুন: ১২ ফুট লম্বা আখ গাছ! দেখেছেন কোনও দিন? দেখতে হলে আসতে হবে এই মেলায়

বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উৎসবের সূচনায় বিদ্যালয়ের চত্বরে সংবিধান প্রণেতা থেকে সাহিত্যিক এমনকি বিপ্লবীর মূর্তি প্রতিষ্ঠা করল একটি বিদ্যালয়।

আরও পড়ুন: চলে গিয়েও ফিরে এল… শেষ মুহূর্তে দাপুটে ইনিংস! বিদায় কবে?

৭০ বছর অতিক্রান্ত এই বিদ্যালয়ের এমন অভিনব আয়োজনে খুশি সকলে। ছোট্ট চারাগাছ থেকে মহীরুহে পরিণত হওয়া এই বিদ্যালয় আগামীতে এই সকল মনীষীর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরবে ছাত্রীদের সামনে।

৭০ বছর আগে সামান্য চালাঘর থেকে শুরু হয় বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের পথ চলা। ছাত্রীদের পড়াশোনার জন্য এলাকায় চালু হয় এই বিদ্যালয়। সামান্য কয়েকজন পড়ুয়া নিয়ে শুরু হওয়া এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় ২০০০। বিদ্যালয়ে রয়েছে স্মার্ট ক্লাস রুম থেকে ল্যাবরেটরি। স্বাভাবিকভাবে জেলা ছাড়িয়ে বাইরের জেলা থেকেও একাধিক ছাত্রী ভর্তি হয়েছে এই বিদ্যালয়ে। এবার সেই বিদ্যালয়ে বসলো ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ ১১ জন মনীষীর মূর্তি।

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম নাম ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী।

এবার বিপ্লবীদের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বি আর আম্বেদকরের মূর্তিও প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয় চত্বরে। প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, মন্ত্রী শিউলি সাহা, দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা লক্ষ্মীদাস অট্ট সহ বিশিষ্টজনেরা। তবে অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, প্রতিটি মনীষীর পাশেই কিউআর কোড লাগিয়ে মনীষীদের জীবনের নানা অধ্যায় জানাতে হবে পড়ুয়াদের।

স্বাভাবিকভাবে কিউ আর স্ক্যান করলে পাওয়া যাবে মনীষীদের জীবনী।

এছাড়াও বক্তব্য রাখতে গিয়ে ছাত্র-ছাত্রীদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার বার্তা দেন পুলিশ সুপার। বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্লাটিনাম জুবিলী উৎসব অনুষ্ঠান শুরু হয়। তবে বিদ্যালয় চত্বরে এত সংখ্যক মনীষীর মূর্তি শিক্ষাক্ষেত্রে যে বিশেষ ভূমিকা পালন করবে তা বলার অপেক্ষা রাখে না। বিদ্যালয়ের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

 রঞ্জন চন্দ 

Scroll to Top