Last Updated:
West Bengal news: বেআইনিভাবে ভারতে বসবাসকারী আরও এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার। সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এক যুবক। জানা গিয়েছে, গত চার বছর ধরে মুর্শিদাবাদে বসবাস করছেন তিনি।

ধৃত বাংলাদেশি
মুর্শিদাবাদ: বেআইনিভাবে ভারতে বসবাসকারী আরও এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার। সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এক যুবক। জানা গিয়েছে, গত চার বছর ধরে মুর্শিদাবাদে বসবাস করছেন তিনি। সেখানে দর্জির কাজ করছিলেন, যেমন তেমনই একটি মসজিদের ইমামও ছিলেন। পাশাপাশি, শিক্ষকতা করতেন মাদ্রাসা স্কুলে। শুধু তাই নয়, অন্যের নামে আসা ইমামভাতাও তুলতেন।
জানা গিয়েছে, কোচবিহারে ধৃত সেলিম আনসারি বেলডাঙা থানার মকরমপুরের একটি মসজিদের ইমামি করতেন বেশ কয়েক বছর ধরে। স্থানীয় একটি বেসরকারি শিশু মাদ্রাসাতেও তিনি ধর্মীয় শিক্ষা দিতেন বলে জানা গেছে। বেলডাঙাতে তার মাকে নিয়ে সেলিম একটি ঘর ভাড়া করে থাকতেন। সেলিমের মা ফতেমা জানিয়েছেন, তিনি বছর খানিক হল বেলডাঙায় এসেছেন। তিনি সেলাইয়ের কাজ করেন। তাদের বাড়ি বিহারে বলে দাবি করেছেন। যদিও সেলিম আনসারি বেলডাঙার মকরমপুরের ঠিকানায় তার আধার কার্ড, প্যান কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড বানিয়েছেন। তিনি যে মসজিদে ইমামি করেন, সেই মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের কাছ থেকে ১০-১২ দিনের ছুটি নিয়ে তিনি বাইরে গিয়েছেন সপ্তাহ খানেক আগে।
কোচবিহারের মেখলিগঞ্জ থেকে বাংলাদেশের নাগরিক ওই যুবককে গ্রেফতার করেছে বিএসএফ। মেখলিগঞ্জের তিন বিঘা সংলগ্ন অর্জুন ক্যাম্পের কাছে ধরা পড়েন তিনি। তাঁকে গ্রেফতার করেন বিএসএফের ৬ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা। জিজ্ঞাসাবাদে ওই যুবককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেআইনিভাবে সীমান্ত পেরিয়েছিলেন ওই যুবক। সেই সময় বিএসএফ জওয়ানরা তাঁকে পাকড়াও করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আদতে বাংলাদেশের কক্সবাজারের বাঝেরপাড়ার বাসিন্দা। যুবকের নাম সেলিমুদ্দিন। বাবা আবুল বাশার আগেই মারা গিয়েছেন। গত চার বছর ধরে মুর্শিদাবাদে বাস করছিলেন। সেখানে দর্জির কাজের পাশাপাশি, মসজিদের ইমাম নিযুক্ত ছিলেন। শিক্ষকতাও করতেন মাদ্রাসা স্কুলে। সেই বাবদ অন্যের নামে আসা ইমাম ভাতার টাকাও হাতে পেতেন। ধৃত সেলিমুদ্দিনের কাছ থেকে ভারতের আধার কার্ড পাওয়া গিয়েছে। একটি প্যান কার্ডও উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। তবে কোনও ভোটার পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে তাঁর জন্মের শংসাপত্র উদ্ধার করা গিয়েছে, যাতে স্পষ্ট লেখা তাঁর জন্ম বাংলাদেশে। বিএসএফ সূত্রে খবর, বছর চারেক আগে বেআইনিভাবে সীমান্ত পেরিয়েই পশ্চিমবঙ্গে ঢোকেন তিনি। এতদিন মুর্শিদাবাদের বেলডাঙায় ছিলেন। কৌশিক অধিকারী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal