West Bengal news: রাজ্যে একগুচ্ছ আমলার রদবদল! বন দফতরের সচিব-সহ দায়িত্ব বদলাল কাদের?

West Bengal news: রাজ্যে একগুচ্ছ আমলার রদবদল! বন দফতরের সচিব-সহ দায়িত্ব বদলাল কাদের?

Last Updated:

West Bengal news: রাজ্যে ১০ জন আইএএস-এর রদবদল করা হল। রাজ্য সরকারের একাধিক দফতরের সচিব পদে রদবদল করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যে বিভিন্ন আমলার দফতর বদলWest Bengal news: রাজ্যে একগুচ্ছ আমলার রদবদল! বন দফতরের সচিব-সহ দায়িত্ব বদলাল কাদের?
রাজ্যে বিভিন্ন আমলার দফতর বদল

কলকাতা: রাজ্যে ১০ জন আইএএস-এর রদবদল করা হল। রাজ্য সরকারের একাধিক দফতরের সচিব পদে রদবদল করা হয়েছে বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের নয়া সচিব হলেন দেবল রায়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসারকে বন দফতরের নয়া সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হল। বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হল রাজেশ কুমার সিনহাকে।

আরও পড়ুন: রাজ্যে প্রবল শক্তিশালী ঘূর্ণাবর্ত! বাংলার বহু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের চরম সতর্কতা

পাশাপাশি সরকার বদলি করেছে পি মোহন গান্ধি এবং উমা শঙ্করকে। এর মধ্যে উমা শঙ্করকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে কৃষি দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি হিসাবে বদলি করা হয়েছে। পি মোহন গান্ধীকে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

Next Article

Mamata Banerjee: ‘ওয়াকফ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আমার সংসদ সদস্যরা’, বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

Scroll to Top