West Bengal news: মধ্যরাতে রাস্তার ধারে কী করছেন দুই মহিলা? কাছে যেতেই চক্ষু চড়কগাছ পুলিশের

West Bengal news: মধ্যরাতে রাস্তার ধারে কী করছেন দুই মহিলা? কাছে যেতেই চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

West Bengal news: মধ্যরাতে রাস্তার ধারে দাঁড়িয়েছিল দুই মহিলা। তারা কোনও বিপদে পড়েছে কিনা জানতে চেয়ে এগিয়ে আসে টহলে থাকা পুলিশ। কিন্তু তারা পুলিশকে এড়িয়ে যেতে চাইছিল। তাতেই সন্দেহ হয় পুলিশের। তারপরে যা হল…

মধ্যরাতে রাস্তার ধারে কেন দাঁড়িয়ে দুই মহিলা! কাছে যেতেই চক্ষু চড়কগাছ পুলিশেরWest Bengal news: মধ্যরাতে রাস্তার ধারে কী করছেন দুই মহিলা? কাছে যেতেই চক্ষু চড়কগাছ পুলিশের
মধ্যরাতে রাস্তার ধারে কেন দাঁড়িয়ে দুই মহিলা! কাছে যেতেই চক্ষু চড়কগাছ পুলিশের

আরও পড়ুন: পহেলগাঁওতে হামলায় কেন আদিলকে মারে জঙ্গিরা? কারণ জানালেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী

পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ শ্রীধর এলাকা থেকে দুই সন্দেহভাজন মহিলাকে আটক করে ভোরবেলায়। তাদের সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় ৪৬ কেজি গাঁজা। পরবর্তী সময়ে দুই মহিলাকে গ্রেপ্তার করে রায়না থানার পুলিশ। ধৃতদের পেশ করা হচ্ছে বর্ধমান আদালতে। ধৃত দুই মহিলা বর্ধমান থানার গোলপুকুর রাজা বাগান এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের নাম মানু বিবি ও আদুরী যশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা শ্রীধর এলাকায় ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত তারও খোঁজ শুরু করেছে পুলিশ। দুজন অভিযুক্ত আসামিকে আজ বর্ধমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ।

আরও পড়ুন: পহেলগাঁওতে মৃত্যুর মুখে জোরে জোরে কলমা পড়লেন বাঙালি অধ্যাপক, ঘাবড়ে গেল জঙ্গিরা! বাঁচল তিনটি প্রাণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তখন গভীর রাত। বর্ধমান আরামবাগ রোডের ওপর রায়না থানার শ্রীধর এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়েছিল দুই মহিলা। তাদের সঙ্গে বড় দুটি ব্যাগ ছিল। সেই সময় ওই এলাকায় পৌঁছয় রায়না থানার পুলিশের টহলে থাকা গাড়ি। কেন এতো রাতে দুই মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন, তাঁরা কোনও বিপদে পড়েছে কিনা জানতে চান কর্তব্যরত পুলিশ অফিসাররা।

কিন্তু ওই দুই মহিলা ইতিবাচক সাড়া দেননি। পুলিশকে দেখে তারা অসংলগ্ন কথা বলতে শুরু করে। তারা সেখান থেকে পালিয়ে যেতেও উদ্যত হয়। তখনই সন্দেহ হয় পুলিশের। তাছাড়া ব্যাগ থেকে ঝাঁঝালো গন্ধও বের হচ্ছিল। তারপরই পুলিশ তাদের আটক করে ব্যাগে তল্লাশি চালায়। তাতেই ব্যাগে প্রচুর গাঁজা পাওয়া যায়। এরপরই ওই গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই দুই মহিলাকে গ্রেফতার করা হয়।

Next Article

West Bengal news: জঙ্গল নয়, গ্রামই ‌যেন বিচরণ ভূমি! ফের বাঘের আতঙ্ক সুন্দরবনের দেউলবাড়িতে

Scroll to Top