Last Updated:
West Bengal news: রাস্তায় দাঁড়িয়ে পড়ুয়া বোঝাই একের পর এক বাস। বাসের ভেতর গরমে নাজেহাল খুদে পড়ুয়ারা। অথচ বাসের চাকা গড়াচ্ছে না এতোটুকু। ক্রমশ অস্থির হচ্ছে পড়ুয়ারা। কখন আবার ছুটবে বাস, কখন বাড়ি ফিরবে তারা? এমন ছবি কোথায় ধরা পড়লো জানেন? এ ছবি বুধবারের, বর্ধমান শহরের।

বর্ধমান: রাস্তায় দাঁড়িয়ে পড়ুয়া বোঝাই একের পর এক বাস। বাসের ভেতর গরমে নাজেহাল খুদে পড়ুয়ারা। অথচ বাসের চাকা গড়াচ্ছে না এতোটুকু। ক্রমশ অস্থির হচ্ছে পড়ুয়ারা। কখন আবার ছুটবে বাস, কখন বাড়ি ফিরবে তারা? এমন ছবি কোথায় ধরা পড়লো জানেন? এ ছবি বুধবারের, বর্ধমান শহরের। তাদের দাবি আদায়ের জন্য বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে জি টি রোড অবরোধ করেছিলেন চাকরিহারা শিক্ষকদের একটি অংশ। তাঁরা বিনা শর্তে আগের মতো সম্মানের সঙ্গে স্কুলে ফিরতে চান। সেই দাবিতেই তাঁদের জিটি রোড অবরোধ। আর সেই কারণেই দুর্ভোগ পোহাতে হল স্কুল পড়ুয়াদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারা শিক্ষকদের স্কুলে ফিরতে বলেছিলেন। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে আন্দোলনে চাকরিহারা শিক্ষকদের একাংশ। বুধবার তারা বর্ধমানে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় তারা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। অবস্থান বিক্ষোভ চলার সময় কয়েকজন আন্দোলনরত চাকরিহারা অসুস্হ হয়ে পড়েন।
বুধবার বেলা বারোটার সময় ডিআই অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষকদের একটা অংশ। বেলা এগারোটা থেকে বর্ধমানে জেলা শাসকের অফিস সংলগ্ন সিধো কানহোর মূর্তির সামনে তারা জমায়েত হয়। বেলা বারোটা নাগাদ সেখান থেকে মিছিল করে ডিআই অফিসের সামনে পৌঁছয় তারা।
চাকরিহারারা ডিআই অফিসের গেটে তালা ঝোলাতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। তা নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয়। দীর্ঘক্ষণ ডিআই অফিসে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি। টায়ারে আগুন জ্বালিয়ে ডিআই অফিস সংলগ্ন রাস্তা অবরোধ করা হয়। তীব্র দাবদাহ ও ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়েন আন্দোলনে অংশ নেওয়া কয়েক জন মহিলা চাকরিহারা শিক্ষিকা। শেষে আন্দোলনকারীরা ডি আই অফিস থেকে উঠে মিছিল করে কার্জনগেটে যায়। সেখানে জি টি রোড অবরোধ করেন তাঁরা। সেই অবরোধের জেরে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। অ্যাম্বুল্যান্স-সহ বিভিন্ন গাড়ি আটকে যায়। অ্যাম্বুল্যান্স যাওয়ার পথ করে দেওয়া হলেও ছাত্রছাত্রী বোঝাই স্কুল বাস ছাড়া হয়নি। অবরোধ ওঠার পর স্কুলবাসগুলি গন্তব্যের দিকে রওনা দেয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 09, 2025 10:28 PM IST
Birbhum: শুধুই কী বক্রেশ্বরে গরম জল! বীরভূমে রয়েছে আরও এক উষ্ণ প্রস্রবণ, জানেন কোথায়?