West Bengal news: দামোদরে নৌকোবিহারে গেলেন গোপাল জিউ, উন্মাদনা দু’প্রান্তের মানুষের মধ্যে

West Bengal news: দামোদরে নৌকোবিহারে গেলেন গোপাল জিউ, উন্মাদনা দু’প্রান্তের মানুষের মধ্যে

Last Updated:

West Bengal news: রবিবার জন্মাষ্টমীর পরদিন নৌকাবিহারে গেলেন গোপাল জিউ। তা দেখতে ভিড় জমালেন দামোদরের দু’পারের অসংখ্য পুরুষ-মহিলা। প্রায় হাজার বছর ধরে এই প্রথা চলে আসছে পূর্ব বর্ধমানের জামালপুরে।

দামোদরে নৌকোবিহারে গেলেন গোপাল জিউ, উন্মাদনা দুপ্রান্তের মানুষের মধ্যেWest Bengal news: দামোদরে নৌকোবিহারে গেলেন গোপাল জিউ, উন্মাদনা দু’প্রান্তের মানুষের মধ্যে
দামোদরে নৌকোবিহারে গেলেন গোপাল জিউ, উন্মাদনা দুপ্রান্তের মানুষের মধ্যে

বর্ধমান: রবিবার জন্মাষ্টমীর পরদিন নৌকাবিহারে গেলেন গোপাল জিউ। তা দেখতে ভিড় জমালেন দামোদরের দু’পারের অসংখ্য পুরুষ-মহিলা। প্রায় হাজার বছর ধরে এই প্রথা চলে আসছে পূর্ব বর্ধমানের জামালপুরে।

প্রায় হাজার বছর আগের কথা। জনশ্রুতি, দামোদরে ভেসে এসেছিল নিম কাঠ। স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করা হয় দেবতাকে। আর সেই পরম্পরা আজও বাঁচিয়ে রেখেছেন গ্রামবাসীরা। এখনো ধুমধামের সঙ্গে পুজো হয় গোপাল জিউয়ের। চলে নৌকা বিহার। যা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। পূর্ব বর্ধমানের জামালপুরের গ্রামকালনাতে গোপাল জিউয়ের পুজো আজ মিলন উৎসবের রূপ নিয়েছে।

দামোদর নদ তীরবর্তী এই গ্রামকালনা। কথিত আছে, এই গ্রামের সিংহ পরিবারের এক সদস্য দামোদর নদে স্নান করতে গিয়ে গায়ে তিনটি কাঠ বারবার ঠেকতে দেখেন। তিনি এই কাঠগুলি পাড়ে তুলে আনেন। রাতেই তিনি স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে ওই কাঠ দিয়ে দেবতার মূর্তি তৈরি করতে বলা হয়। এরপর সেই কাঠ দিয়ে তৈরি করা হয় মূর্তি। শুরু হয় গোপাল জিউয়ের পুজো। গ্রামে মন্দির প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ফি বছর বন্যা এবং নদী ভাঙ্গনে সেই মন্দির নদীতেই তলিয়ে যায়। পরে আরও একটি মন্দির তৈরি করা হয়। সেখানে দেবতার পূজার্চনা হচ্ছিল। সেই মন্দিরও আজ ভগ্নপ্রায়। এখন তারই পাশে আরেকটি মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই ধুমধামের সঙ্গে পুজো হচ্ছে। প্রতি বছর রাস পূর্ণিমা ছাড়াও জন্মাষ্টমী তিথিতে এই পুজো হয়। দূর-দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় জমান।

যেহেতু নদীতে দেবতা ভেসে এসেছিলেন তাই নৌকা করে গোপাল জিউকে নদীতে ঘোরানো হয়। যা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষজন। বর্তমানে শুধু আর সিংহ পরিবারের হাতে এই পুজো নেই। গোপাল জিউয়ের পুজো আজ গ্রামের সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। নদীর দুই প্রান্তের মানুষজনই পুজো ঘিরে আনন্দে মেতে ওঠেন। এক প্রান্তে মন্দির হলেও অন্যপ্রান্তে বসে মেলা। গোপাল জিউয়ের নৌকোবিহার এই পুজোর বাড়তি আকর্ষণ। এই পুজো আজ মিলন উৎসবের চেহারা নিয়েছে।

Scroll to Top