Last Updated:
West Bengal news: হুগলি নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন এক অজ্ঞাতপরিচয় মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারের হুগলি নদী সংলগ্ন জেটিঘাট এলাকায়।

আনিশ উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: হুগলি নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন এক অজ্ঞাতপরিচয় মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারের হুগলি নদী সংলগ্ন জেটিঘাট এলাকায়।
ঘটনাটি ঘটেছে বুধবার। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আই লাভ ডায়মন্ড হারবার’ চত্বরের কাছাকাছি ওই মহিলা বুধবার আনুমানিক রাত ৮টা নাগাদ আচমকাই নদীতে ঝাঁপ দেন। নদীতে তীব্র জোয়ার থাকায় মুহূর্তের মধ্যেই নদীতে তলিয়ে যান মহিলা।
স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলা জলে ভেসে যান বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু খোঁজ পাওয়া যায়নি।
এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ওই মহিলার পরিচয়ও জানা যায়নি, দেহের খোঁজে চেষ্টা করছে পুলিশ। কেন ওই মহিলা নদীতে ঝাঁপ দিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই মহিলা যখন এই কাণ্ড ঘটান, তখন বেশ কিছু মানুষ ঘটনাস্থলে ছিলেন, তারাও হতবাক হয়ে যান, প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 09, 2025 11:10 PM IST