West Bardhaman News: বছর শেষে বিশাল আয়োজন শহরে! তিনদিন ধরে চলবে অনুষ্ঠান, ১০৮ দম্পতির বিয়ে

West Bardhaman News: বছর শেষে বিশাল আয়োজন শহরে! তিনদিন ধরে চলবে অনুষ্ঠান, ১০৮ দম্পতির বিয়ে

Last Updated:

আগামী দিনে তাদের যে সমস্ত সামগ্রী প্রয়োজন, সেই সমস্ত আসবাবপত্র তুলে দেওয়া হবে নবদম্পতিদের হাতে।

X

West Bardhaman News: বছর শেষে বিশাল আয়োজন শহরে! তিনদিন ধরে চলবে অনুষ্ঠান, ১০৮ দম্পতির বিয়ে

আসানসোলে অনুষ্ঠিত হওয়া গণবিবাহ।

পশ্চিম বর্ধমান: বছরের শেষ পর্যায়ে এসে বিশাল আয়োজন শহরে। তিন দিন ধরে টানা বিয়ের অনুষ্ঠানের আয়োজন। নরসিংবাদ বালাজি ধামের উদ্যোগে ১০৮ দম্পতির জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছে। আসানসোল পোলো গ্রাউন্ডে হয়েছে বিশাল মণ্ডপ। সেখানে একদিকে চলছে ধর্মীয় অনুষ্ঠান, অন্যদিকে বহু সংখ্যক দম্পতির জন্য গণ বিবাহের আয়োজন করা হয়েছে।

তবে শুধুমাত্র ওই দম্পতিদের জন্য বিয়ের ব্যবস্থা করা হয়নি। বিয়ের পর তারা যাতে সুষ্ঠুভাবে সংসার ধর্ম পালন করতে পারেন, তারও ব্যবস্থা রাখা হয়েছে। আগামী দিনে তাদের যে সমস্ত সামগ্রী প্রয়োজন, সেই সমস্ত আসবাবপত্র তুলে দেওয়া হবে নবদম্পতিদের হাতে। কন্যাদায়গ্রস্থ পিতা মাতাদের চিন্তা দূর করতে শহরে এই বিশাল আয়োজন করা হয়েছে সংস্থাটির ২৫ তম বর্ষ উপলক্ষে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আরও পড়ুন: টাকা, সাফল‍্য হাতের মুঠোয়! এই তারিখগুলিতে জন্ম নিলেই কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না

গণবিবাহের পাশাপাশি বিশাল ধর্ম অনুষ্ঠানের ও আয়োজন করেছে সংস্থাটি এখানে টানা নয় দিন ধরে রাম কথার আয়োজন করা হয়েছে পাশাপাশি কয়েক লক্ষ হনুমান চালিশা পাঠ করা হবে এখানে। এছাড়াও সুন্দরকান্ড শোনানো হবে পুণ্যার্থীদের। মহা কুম্ভের আগে এই ধর্ম অনুষ্ঠান বিশাল গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন উদ্যোক্তা সংস্থার এক ধর্মগুরু।

আরও পড়ুন: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র

তিনি বলেছেন, পৃথিবীর সব থেকে মহৎ দান কন্যাদান। কিন্তু অনেক পিতা-মাতা বিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়েন। তবে সেই তাদের সমস্যা দূর করতে এই গণবিবাহের আয়োজন করা হয়েছে। যেখানে তিনদিন ধরেই বিবাহ অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানিয়েছেন, এমন একটি অনুষ্ঠানে হাজির হতে পেরে তিনি আপ্লুত। পাশাপাশি কন্যাদায়গ্রস্থ পিতাদের সুবিধার জন্য যে গণবিবাহের আয়োজন করা হয়েছে, সেই উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন তিনি।

নয়ন ঘোষ

Scroll to Top