Weekend Destination: শান্তিনিকেতনের কাছেই আছে একটুকরো ‘পুরী’! জানতেন? এ বার উইকএন্ডে বেড়াতে গেলে মিস করবেন না

Weekend Destination: শান্তিনিকেতনের কাছেই আছে একটুকরো ‘পুরী’! জানতেন? এ বার উইকএন্ডে বেড়াতে গেলে মিস করবেন না

Last Updated:

Weekend Destination: বোলপুরে রয়েছে একাধিক দর্শনীয় জায়গা তার মধ্যে রয়েছে উত্তরায়ণ, রবীন্দ্র জাদুঘর, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, বোলপুর কঙ্কালীতলা মন্দির, আমার কুটির,সৃজনী শিল্প গ্রাম, এবং আরও অন্যান্য জায়গা

+

Weekend Destination: শান্তিনিকেতনের কাছেই আছে একটুকরো ‘পুরী’! জানতেন? এ বার উইকএন্ডে বেড়াতে গেলে মিস করবেন না

সৃজনী শিল্প গ্রাম 

সৌভিক রায়, বীরভূম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকরা এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য ছুটে আসেন। আর বীরভূমে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আর সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। তারাপীঠ ভ্রমণের পর অনেকেই ছুটে যান বোলপুর শান্তিনিকেতন আবার অন্যদিকে বোলপুর শান্তিনিকেতন প্রথম ভ্রমণের পর অনেকেই ছুটে আসেন বীরভূমের তারাপীঠ মা তারার দর্শনে।

আর এই বোলপুরে রয়েছে একাধিক দর্শনীয় জায়গা তার মধ্যে রয়েছে উত্তরায়ণ, রবীন্দ্র জাদুঘর, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, বোলপুর কঙ্কালীতলা মন্দির, আমার কুটির,সৃজনী শিল্প গ্রাম, এবং আরও অন্যান্য জায়গা। তবে পর্যটকরা এই সমস্ত দর্শনীয় স্থান দেখার পর পৌঁছে যান বোলপুর সোনাঝুরির হাটে। মূলত পর্যটকদের কাছে এই হাট এখন অন্যতম জনপ্রিয় এক জায়গা।

তবে আপনার যদি এই হাট ঘুরে ফেলা হয় তাহলে আপনি সেখান থেকে অবশ্যই একবার ঘুরে আসুন সৃজনী শিল্পগ্রাম। উত্তর পূর্ব ভারতের সব সংস্কৃতির ছোঁয়া পাবেন।এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব-সহ তাঁদের জীবনযাত্রা দেখানো হয়েছে। এমনকী উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবনযাত্রা দেখানো হয়েেছ বিভিন্ন শিল্পের মাধ্যমে। শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে।

Scroll to Top