
আজ বুধবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, হুগলী হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া।