Weather: প্রবল ঠান্ডার কাঁপুনি আর ঘন কুয়াশায় জর্জরিত দিল্লি, বাতাসের বিষ ফুসফুসে ঢুকে কাবু মানুষ!

Weather: প্রবল ঠান্ডার কাঁপুনি আর ঘন কুয়াশায় জর্জরিত দিল্লি, বাতাসের বিষ ফুসফুসে ঢুকে কাবু মানুষ!

Weather: প্রবল ঠান্ডার কাঁপুনি আর ঘন কুয়াশায় জর্জরিত দিল্লি, বাতাসের বিষ ফুসফুসে ঢুকে কাবু মানুষ!

Last Updated:

Weather: সোমবার ভোরে এই শীতের মধ্যেই হালকা বৃষ্টির সাক্ষী রইলেন দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের বেশ কিছু জায়গার বাসিন্দা।

দিল্লির আবহাওয়া

নয়াদিল্লি: বেশ জাঁকিয়ে শীত পড়েছে দেশের রাজধানী শহর দিল্লিতে। আর হাড়কাঁপানো ঠান্ডার এই মরশুমে যেন মড়ার উপর খাঁড়ার ঘা! আসলে সোমবার ভোরে ওই শীতের মধ্যেই হালকা বৃষ্টির সাক্ষী রইলেন দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের বেশ কিছু জায়গার বাসিন্দা। ফলে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাই জানিয়েছে আইএমডি।

ইতিমধ্যেই দেশের রাজধানী শহরের বিস্তীর্ণ এলাকার হালকা বৃষ্টির ছবি-ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তার উপর আবার ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল দিল্লির বেশ কিছু অংশ। ফলে কমে গিয়েছিল দৃশ্য়মানতাও। এদিকে গত রবিবারই আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, সোমবার দেশের রাজধানী শহরে মেঘাচ্ছন্ন থাকবে। আর মেঘলা থাকার জেরে কয়েক পশলা বৃষ্টিও হবে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে। এখানেই শেষ নয়, হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছিল যে, সোমবার দিল্লির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে যথাক্রমে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, ফের বৃষ্টি বাংলার একাধিক জেলায়! শীত উধাও! বড় আপডেট

দিল্লির বাতাসে বিষ:

এদিকে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই-এর এখনও কোনও উন্নতি দেখা যায়নি। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তরফে জানানো হয়েছে যে, সোমবার সকাল ৭টা নাগাদ রাজধানীর একিউআই ছিল ৪০৩। যা সিভিয়ার ক্যাটাগরিতে পড়ে। অন্যদিকে আনন্দ বিহারে ৪৩৯, অশোক বিহারে ৪৫৬, বাওয়ানার ৪৭৩, সিআরআরআই মথুরা রোডে ৪০৬ এবং নারেলায় ৪৩০ একিআই রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: কাশতে কাশতে গলা চিরে যাচ্ছে? বুকে বসা জেদি শ্লেষ্মা বের করবে এই পাতার রস! অব্যর্থ ওষুধ

এবার বায়ুদূষণের মাত্রার বিষয়ে জেনে নেওয়া যাক। একিউআই যদি ০ থেকে ৫০-এর মধ্যে থাকে, তাহলে সেটাকে ‘গুড’ বা ভাল বলে গণ্য করা হবে। আবার ৫১ থেকে ১০০-এর মধ্যে একিউআই থাকলে তা ‘স্যাটিসফ্যাক্টরি’ বা সন্তোষজনক বলে ধরা হয়। এরপর বায়ুদূষণের মান ১০১ থেকে ২০০-র মধ্যে থাকলে সেটাকে ‘মডারেট’ বা মাঝারি বলে মনে করা হয়। আবার ২০১ থেকে ৩০০-র মধ্যে বায়ুদূষণের মান থাকলে সেটাকে ধরা হয় ‘পুওর’ বা খারাপ।

এখানেই শেষ নয়, একিউআই যদি ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকে, তাহলে সেটাকে ‘ভেরি পুওর’ বা খুব খারাপ বলে ধরা হয়। আর ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে একিউআই থাকে, তাহলে সেটাকে ‘সিভিয়ার’ বা গুরুতর হিসেবে ধরা হবে। তবে বায়ুদূষণের মাত্রা যদি ৪৫০-এর উপরে হয়, তাহলে সেটাকে ‘সিভিয়ার প্লাস’ বলে গণ্য করা হয়। এদিকে বাতাসের মানের অবনতি হওয়ার কারণে গত ১৬ ডিসেম্বর থেকে গোটা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা এনসিআর-এ জারি হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) স্টেজ-৪।

বাংলা খবর/ খবর/দেশ/

Weather: প্রবল ঠান্ডার কাঁপুনি আর ঘন কুয়াশায় জর্জরিত দিল্লি, বাতাসের বিষ ফুসফুসে ঢুকে কাবু মানুষ!

Scroll to Top