Last Updated:
ওয়াকফ বোর্ডের ভূমিকা সম্পূর্ণ ধর্মনিরেপক্ষ বলেও বুধবার শুনানি চলাকালীন দাবি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

নয়াদিল্লি: কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে দাখিল করা হয়েছে মোট ১১টি পিটিশন৷ সেই আবেদনগুলিরই একত্র শুনানি চলছে৷ আজ, বুধবারও ছিল শুনানি৷ সেখানেই কেন্দ্রের প্রণিত আইনের পক্ষে একাধিক যুক্তি উপস্থাপন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ কেন্দ্রের হয়ে সওয়াল করার সময় শীর্ষ আদালতে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের সামনে তিনি দাবি করেন, ‘‘ইসলাম ধর্মের ক্ষেত্রে ওয়াকফ আবশ্যিক নয়৷’’
শীর্ষ আদালতে ওয়াকফ মামলার দ্বিতীয় দিনের শুনানি চলাকালীন তুষার মেহতা সওয়াল করেন, ওয়াকফ একটি দাতব্য সংস্থা৷ ইসলামের আবশ্যিক কোনও অংশ নয় ৷ অনান্য ধর্মের দাতব্য কর্মের দিকে নির্দেশ করে মেহতা বলেন, ‘‘হিন্দুদের মধ্যে দানের ব্যবস্থা রয়েছে, শিখদের মধ্যেও রয়েছে৷ ওয়াকফ আসলে ইসলামের দাতব্য মূলক কাজের অংশ৷’’
শুধু তাই নয়, সলিসিটার জেনারেল তুষার মেহতা ওয়াকফকে ‘মৌলিক অধিকারে’র অন্তর্ভুক্ত করার বিরোধিতাতেও সওয়াল করেন এদিন৷ প্রধান বিচারপতির বেঞ্চের সামনে বলেন, ‘‘ওয়াকফ সম্পত্তি ব্যবহার করলেই তার উপর মৌলিক অধিকার তৈরি হয় না। এটি আইন দ্বারা স্বীকৃত৷ রায়ে বলা হয়েছে যে, যদি আইন কোনও অধিকার প্রয়োগ করে, তাহলে আইনের মাধ্যমে সেই অধিকার কেড়েও নিতে পারে৷’’
ওয়াকফ বোর্ডের ভূমিকা সম্পূর্ণ ধর্মনিরেপক্ষ বলেও বুধবার শুনানি চলাকালীন দাবি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। মঙ্গলবারই মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেছিলেন, ওয়াকফ বোর্ড ধর্মনিরপেক্ষ নয়। সেই দাবির বিরোধিতা করেন কেন্দ্রের আইনজীবী।
সলিসিটর জেনারেল জানান, ওয়াকফের সম্পত্তিতে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান তৈরি করতে পারে ওয়াকফ। যেহেতু ওয়াকফের সম্পত্তি অমুসলিমদের সুবিধার জন্যও ব্যবহার করা যেতে পারে, তাই অমুসলিম সদস্যদের জন্য ওয়াকফ কাউন্সিলে জায়গা দেওয়া যেতে পারে বলে সওয়াল তাঁর।
New Delhi,Delhi