Last Updated:
Waqf Amendment Bill: বুধবার গভীর রাতে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে ভোটাভুটি হল লোকসভায়। দীর্ঘ আলোচনার পরে বিল পাশও হয়ে গেল লোকসভায়।

নয়াদিল্লি: বুধবার গভীর রাতে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে ভোটাভুটি হল লোকসভায়। বুধবার সকাল থেকেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মেজাজে ছিল কেন্দ্রের সরকার এবং বিরোধী দল।
ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়ে পাল্টা জবাব দেন সংখ্যালঘু এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু। দীর্ঘ আলোচনার পরে পাশ হল ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪। বিলের পক্ষে ভোট পড়েছে ২৮৮টি এবং বিপক্ষে ভোট পড়েছে ২৩২টি।
লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ পেশ হওয়ার আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আজ ঐতিহাসিক দিন। আজ ওয়াকফ (সংশোধনী) বিল লোকসভা পেশ করা হবে। দেশের স্বার্থেই এই বিল পেশ করা হচ্ছে।”
ওয়াকফ বিল নিয়ে আলোচনার সময়ে অখিলেশ যাদব বলেন, “আমি বুঝতে পারছি যে এই বিষয়টা উত্থাপন করতে চাইনি। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। যে বিলটি আনা হচ্ছে অর্থাৎ এই বিলটি নিয়ে বিজেপির অন্দরে প্রতিযোগিতা চলছে। কে বড় খারাপ হিন্দু, তা নিয়েই দলের অন্দরে প্রতিযোগিতা চলছে।”
আরও পড়ুন: সাপের ‘হানিমুন স্পট’, মিলনের জন্য প্রতি বছর আসে ৭৫ হাজার সাপ! কোথায় এই বিষাক্ততম এলাকা
প্রসঙ্গত ওয়াকফ বিল নিয়ে বুধবার নবান্নে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ”আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। পার্লামেন্টে আজ ওয়াকফ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আমার সংসদের সদস্যরা। কর্ম যার, ধর্ম তার। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 03, 2025 1:01 AM IST
Siliguri Student Murder Udpate: কয়েক মাসের সম্পর্ক, একসঙ্গে মদ্যপান! ঘনিষ্ঠ বন্ধুর ঘরে গিয়েই সর্বনাশ শিলিগুড়ির নাবালিকার?