Waiter Shot Dead: বিয়ের অনুষ্ঠানে খাওয়ার আনতে দেরি, ওয়েটারকে বুকে গুলি! গ্রেফতার ২

Waiter Shot Dead: বিয়ের অনুষ্ঠানে খাওয়ার আনতে দেরি, ওয়েটারকে বুকে গুলি! গ্রেফতার ২

Waiter Shot Dead: বিয়ের অনুষ্ঠানে খাওয়ার আনতে দেরি, ওয়েটারকে বুকে গুলি! গ্রেফতার ২

Last Updated:

Waiter Shot Dead: অভিযুক্তরা জানায় যে তারা তাদের বন্ধু জয় লাখানির বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সাইনিক কলোনিতে এসেছিলেন। নিহত মুবারকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়, তারপরেই চলে গুলি…

বিয়ের অনুষ্ঠানে খাওয়ার আনতে দেরি, ওয়েটারকে বুকে গুলি! গ্রেফতার ২

ফরিদাবাদ: একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়ায় ওয়েটারকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ শনিবার জানিয়েছে। ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যেই দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বদখাল এলাকার বাসিন্দা ইমরান খান অভিযোগ করেন যে তার ভাতিজা মুবারক ওরফে বাদশাহ আদর্শ কলোনির একটি রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করতেন। শুক্রবার রাতে তার কন্ট্রাক্টর ফকরুদ্দিনের নির্দেশে তিনি সাইনিক কলোনিতে জয় লাখানি নামে এক ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে কাজ করতে যান।

আরও পড়ুন: স্বামী শুধু বিড়ালকেই ভালবাসে! রাগে আদালতে ডিভোর্সের আবেদন স্ত্রী-এর

“অনুষ্ঠানে মোহিত নামে একজন তার বন্ধুদের সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। তারা মুবারক ওরফে বাদশাহকে কিছু খাবার টেবিলে আনতে বলেছিলেন। কিন্তু মুবারক একটু দেরি করায়, মোহিত এবং তার বন্ধুরা তাকে গালাগালি করতে শুরু করে,” জানিয়েছে পুলিশ। মুবারক প্রতিবাদ করলে, “মোহিত পিস্তল বের করে তার বুকে গুলি চালায় এবং পালিয়ে যায়,” অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মুবারককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে, পুলিশ দুটি টিম গঠন করে এবং কয়েক ঘণ্টার মধ্যে মোহিত এবং মনু নামে দুজন অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন: কম্পিউটারের কাজে প্রবল বিরক্তি, আত্মীয়কে বলতে লজ্জা! নিজের চার আঙুল কেটে ফেললেন ব্যক্তি

পুলিশ জানায়, তারা উভয়েই নওয়াদা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সাইনিক কলোনিতে বসবাস করেন। তারা ছোটবেলার বন্ধু এবং দুজনে একটি ডেয়ারি চালান।

“জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্তরা জানায় যে তারা তাদের বন্ধু জয় লাখানির বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সাইনিক কলোনিতে এসেছিলেন। নিহত মুবারকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়। মনুর কাছে পিস্তল ছিল এবং মোহিত মুবারকের ওপর গুলি চালায়। আমরা অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করছি,” বলেন অপরাধ শাখার এসিপি অমন যাদব।

বাংলা খবর/ খবর/দেশ/

Waiter Shot Dead: বিয়ের অনুষ্ঠানে খাওয়ার আনতে দেরি, ওয়েটারকে বুকে গুলি! গ্রেফতার ২

Scroll to Top