Last Updated:
Voter List: গত এক বছরে ভোটার তালিকায় তোলা নামগুলি যাচাই করার জন্য জেলার নির্বাচনী আধিকারিকদের তদন্ত করতে বলল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

কলকাতা: ভোটার তালিকায় নাম সংযোজনের সময় সিইও দফতরের সমীক্ষায় ধরা পড়ল ভুয়ো ভোটার! তার জেরে গত এক বছরে ভোটার তালিকায় তোলা নামগুলি যাচাই করার জন্য জেলার নির্বাচনী আধিকারিকদের তদন্ত করতে বলল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
তদন্ত করে আগামী ১৪ অগাস্টের মধ্যে রিপোর্ট দিতে বলল সিইও। এর জন্য জেলার সিনিয়র আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করে এই রিপোর্ট দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত গতকালই ভোটার তালিকায় নতুন নাম সংযোজন এর ক্ষেত্রে দেখা যায় ১১০ জন ভুয়ো ভোটার। যার জেরে তিনজন ইলেক্ট্ররাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) সতর্ক করেছে সিইও দফতর।
“গত কয়েক মাসের রাজ্যে ভোটার তালিকায় বহু নাম তোলা হয়েছে। যার মধ্যে বহু নাম বিএলওদের দিয়ে যাচাই করা হয়নি। নেওয়া হয়নি উপযুক্ত নথিও। দেখা যাচ্ছে ফর্মের নমুনা পরীক্ষার করার সময় প্রচুর পরিমাণে ভুয়ো নাম উঠে আসছে। ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসাররা স্বীকার করছেন বিডিও অফিসে ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর দের প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য।”
ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের পাঠানো চিঠিতে উল্লেখ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। এবার তাই লিখিত আকারে বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের রিপোর্ট চাইল রাজ্যের সিইও দফতর।।
Kolkata,West Bengal
July 29, 2025 4:01 PM IST