Last Updated:
Voter List: ভোটাধিকার সুরক্ষিত করতেই SIR বলে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি কমিশনের। বিহারে ভোটার তালিকা সংশোধনে হাতে ১ মাস সময় বাকি। ১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর সংশোধন প্রক্রিয়া চলবে। ত্রুটি থাকলে কমিশনকে জানানোর আর্জি জানাল নির্বাচন কমিশন।

নয়াদিল্লি: ভোটাধিকার সুরক্ষিত করতেই SIR বলে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি কমিশনের। বিহারে ভোটার তালিকা সংশোধনে হাতে ১ মাস সময় বাকি। ১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর সংশোধন প্রক্রিয়া চলবে। ত্রুটি থাকলে কমিশনকে জানানোর আর্জি জানাল নির্বাচন কমিশন।
এই প্রসঙ্গে সঠিক ফর্মে সংশোধনের আবেদনের পরামর্শ দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, দেশের নাগরিক মাত্রেরই ভোটের অধিকার। নাগরিক নন, এমন নাম তালিকা থেকে বাদ যাবে, স্পষ্ট জানিয়ে দিল কমিশন।
বিহারে ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে জ্ঞানের কুমার বলেন, “৬ মাসে এত মৃত মানুষ এলেন কোথা থেকে— নরম্যাল রিভিশনে ঘরে ঘরে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হয় না। এই প্রায় ২০ লক্ষ ভোটার যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিজনেরা গত এতগুলি বছরে হয়ত সেই ব্যক্তিদের নাম বাদ দেওয়ার আবেদন জানায়নি। তাই নামগুলি থেকে গিয়েছে।”
একইসঙ্গে তিনি বলেন, “ভোটার লিস্টে নাম থাকা এবং তাঁদের ভোট দেওয়া— দুটো আলাদা বিষয়। কিছু ভুল ত্রুটি থেকে যায়। সেই ভুলগুলি শুধরানোর জন্যই নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলিরই বুথ লেভেল এজেন্টদের দায়িত্ব দেওয়া হয় বিএলওদের সঙ্গে একসঙ্গে কাজ করার।”
Kolkata,West Bengal
August 18, 2025 1:18 AM IST