Viral Video: মেঘের উপর হাঁটছে দু’টি মানুষ! বিমান থেকে তোলা ভিডিও তুমুল ভাইরাল

Viral Video: মেঘের উপর হাঁটছে দু’টি মানুষ! বিমান থেকে তোলা ভিডিও তুমুল ভাইরাল

Viral Video: মেঘের উপর হাঁটছে দু’টি মানুষ! বিমান থেকে তোলা ভিডিও তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video: ভিডিও দেখলে চমকে যাবেন! বিমানের জানলা থেকে তোলা ভিডিও দেখে শোরগোল পড়ে গিয়েছে! কী করে সম্ভব? সত্যিই কি মানুষ? নাকি অন্য কিছু! জানুন

News18

নয়া দিল্লি: এই দৃশ্য দেখলে চমকে যাবেন! মানুষের জানা বা বোঝার বাইরেও এই পৃথিবীতে বহু রহস্য রয়েছে যা এখনও জানা যায়নি! তার মধ্যে একটি হল ভূত! বহু মানুষ আত্মায় বিশ্বাস করেন! যার নানা ব্যাখ্যাও পাওয়া যায়! আবার এলিয়েন এমন এক রহস্য যা নিয়ে মানুষের উৎসাহ রয়েছে! অনেকেই শুধু নয় গবেষকরাও মনে করেন এই পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহে প্রাণ থাকতেই পারে! অর্থাৎ কিনা এলিয়েন! সম্প্রতি এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখলে চমকে যাবেন!

ভিডিওটি মায়রা মোরে নামের এক মহিলা সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি বিমান আকাশ পথে উড়ে যাচ্ছে! সেখানে বিমানের জানলা দিয়ে একজন যাত্রী ভিডিও করছিলেন। মেঘের উপর দিয়ে বিমানটি যাচ্ছিল! আর সেই সময়েই অবাক জিনিস ধরা পড়ে ক্যামেরায়! যা দেখলে তাজ্জব হয়ে যাবেন! ভিডিওটিতে দেখা যায় মেঘের উপরে দু’জন মানুষ দাঁড়িয়ে! বিমান এগোতে থাকলে দেখা যায় সংখ্যা দুইয়ের বেশি! এবং সেই মানুষের ছায়াও পড়ছে মেঘের উপর!

আরও পড়ুন: সোনা, টাকা হোক বা যেকোনও জিনিস হারিয়ে গেলে করুন এই কাজ! ফিরে পাবেন সহজেই

এই ভিডিও সামনে আসতেই নেট মাধ্যমে শোরগোল পড়ে যায়! সত্যিই কী মেঘের উপর মানুষের মতো কোনও কিছু রয়েছে? নেট নাগরিকরা অনেকে বলছেন ওগুলো আসলে এলিয়েন! আবার কেউ কেউ বলছেন ভিডিওটির সত্যতা নেই! কেউ কেউ আবার অন্য শক্তি বলে বলছেন! অনেকে বলছেন আলো আধারিতে এই অবয়ব তৈরি হয়েছে! তবে এই ভিডিও কতটা সত্যি তা যাচাই করা হয়নি। কোথায় তোলা হয়েছে তাও জানা যায়নি। তবে ইতিমধ্যেই কয়েক মিলিয়ন ভিউ ছাড়িয়েছে এই ভিডিও!

Scroll to Top