Viral Video: ‘ওই দেখ বাঘ, সঙ্গে বাঘছানাও’, সুন্দরবনের পর্যটকদের পয়সা উসুল ট্রিপ, দেখে নিন মিষ্টি বাঘ মা ও ছানার ভিডিও

Viral Video: ‘ওই দেখ বাঘ, সঙ্গে বাঘছানাও’, সুন্দরবনের পর্যটকদের পয়সা উসুল ট্রিপ, দেখে নিন মিষ্টি বাঘ মা ও ছানার ভিডিও

Last Updated:

South 24 Parganas News: সুন্দরবনে পর্যটকদের মোবাইল ক্যামেরায় বন্দি বাঘের পরিবার

X

Viral Video: ‘ওই দেখ বাঘ, সঙ্গে বাঘছানাও’, সুন্দরবনের পর্যটকদের পয়সা উসুল ট্রিপ, দেখে নিন মিষ্টি বাঘ মা ও ছানার ভিডিও

প্রতিকি ছবি 

সুন্দরবন: আবারও সুন্দরবনে আসা পর্যটকদের ক্যামেরাবন্দী হল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। এবার পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ল দুটি বাঘের শাবক এবং একটি বাঘিনী। দক্ষিণ রায়ের দর্শন পেয়ে খুশি সুন্দরবনের ঘুরতে আসা পর্যটকেরা।গতকাল মঙ্গলবার সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন একদল পর্যটক। নদীতে লঞ্চে চড়ে তাঁরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছিলেন। দোবাঁকির জঙ্গলের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে লঞ্চ যাচ্ছিল। নিজেদের মতো ছবি, ভিডিও তুলছিলেন পর্যটকরা। হঠাৎ করেই চোখ আটকে যায় পাড়ের দিকে। সুন্দরী গাছের জঙ্গলের ভিতর পাড়ের সামনে দেখতে পাওয়া যায় দক্ষিণরায়কে।

এই দৃশ্য মোবাইল ফোন বন্দি করতে শুরু করেন পর্যটকরা। সেই ভিডিওই এদিন সামনে এসেছে। পর্যটকদের সঙ্গে বনদপ্তরের লঞ্চও ছিল। বনকর্মীরাও সেই ঘটনা চাক্ষুস করেছেন। তবে বাঘিনী ও দুই ছানা সম্পর্কে কোনও কথা বনকর্মীরা বলতে চাননি। এ বিষয়ে সুন্দরবনের ঘুরতে আসা এক পর্যটক তিনি জানান, সুন্দরবনের জীব বৈচিত্র্য ও সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়ার জন্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটকেরা সুন্দরবনের ছুটে আসে।

আরও পড়ুন – 500 Rupees Note: পকেট থেকে টাকা বার করতেই মাথায় হাত, নম্বরের মধ্যে হঠাৎ তারা চিহ্ন কেন, জাল নোট নাকি, RBI করল সাবধান

সবার ভাগ্যে বাঘ দর্শন মিলে না কিন্তু অনেকে সুন্দর বলে ঘুরতে এসে বাঘের দর্শন পেয়েছে। আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি আমরা একসঙ্গে দুটি বাঘের শাবক ও মা বাঘিনীর দর্শন পেয়েছি।

চলতি বছরে বহুবার লোকালয়ে হানা দিয়েছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বন দপ্তরকে কার্যত বাঘ বন্দী করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। বন দপ্তরকে কার্যত হিমশিম খেতে হয়েছে বাঘ বন্দী করতে।

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Viral Video: ‘ওই দেখ বাঘ, সঙ্গে বাঘছানাও’, সুন্দরবনের পর্যটকদের পয়সা উসুল ট্রিপ, দেখে নিন মিষ্টি বাঘ মা ও ছানার ভিডিও

Next Article

Birbhum: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের, বীরভূমে মা এবং দুই শিশুসন্তান খুনের ১২ ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ

Scroll to Top