Last Updated:
Viral News: বিয়ের আসরে এমন ঘটনা ঘটবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। তার উপর আবার শেষ পর্যন্ত সেই বিয়েই ভেঙে গেল। কিন্তু কারণটা কী জানেন? শুনলে মাথা ঘুরে যাবে…
দেওঘর: চারিদিকে বিয়ের মরশুম। দুই পরিবারের আত্মীয়-স্বজন-বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে এমন এক বিয়ের আসর বসেছিল ঝাড়খণ্ডের দেওঘরেও। কিন্তু সেই বিয়ের আসরে এমন ঘটনা ঘটবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। তার উপর আবার শেষ পর্যন্ত সেই বিয়েই ভেঙে গেল। কিন্তু কারণটা কী জানেন? শুনলে মাথা ঘুরে যাবে…
ঘোড়ামারার অর্ণব গিয়েছিলেন বিহারের ভাগলপুরের অঙ্কিতাতে বিয়ে করতে। আর সেখানেই ঘটে বিপত্তি। ভরপুর বিয়ে চলছিল। নিয়ম-রীতি মেনে পর পর হচ্ছিল সমস্ত আচার-উপাচার। এমন সময়ই অদ্ভুত সেই কাণ্ড। সাতপাকের সময় আচমকা মাটিয়ে লুটিয়ে পড়েন বর।
কিন্তু কেন? সাতপাকের শেষ পাকে পুরোহিত মন্ত্রোচ্চারণ শুরু করতেই মাথা ঘুরে যায় বরের। কাঁপতে থাকেন অর্ণব। মাটিতে লুটিয়ে পড়েন। জ্ঞান হারান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জ্ঞান ফেরে বরের। কিন্তু ততক্ষণে সব শেষ। কারণ?
আরও পড়ুন: ডিসেম্বরের শেষ সপ্তাহেও শীতের নাচন উধাও, জাঁকিয়ে শীত কি আর পড়বে? আবহাওয়ার বড় খবর
প্রবল ঠান্ডায় বিয়ের পোশাক পরে কাঁপছিলেন অর্ণব। সেই থেকেই কাঁপুনি এমন শুরু হয় যে মাথা ঘুরে পড়ে যান তিনি। কিন্তু পাত্রী এই দেখে ভেঙে দেন বিয়ে। তাঁর দাবি, শারীরিক ভাবে বড় কোনও রোগ রয়েছে অর্ণবের। সে কারণেই ঠান্ডা সহ্য করতে না পেরে এমন জ্ঞান হারানো। বিয়ে তিনি আর করবেন না বলেও জানিয়ে দিয়েছেন অঙ্কিতা।
Kolkata,West Bengal
December 22, 2024 8:39 PM IST