Last Updated:
Viral News: সারা জীবন যতখুশি ফুচকা শুনলেই জিভে জল আসে! এমন এক অবাক করা অফার বা স্কিম নিয়ে এসে তুমুল ভাইরাল নাগপুরের ফুচকা-ওয়ালা! জানুন
![Viral News: সারা জীবন যত খুশি ফুচকা খেতে চান? ৯৯ হাজার টাকার নতুন ফুচকা-স্কিম বাজারে আনলেন এই ব্যক্তি! তুমুল ভাইরাল Viral News: সারা জীবন যত খুশি ফুচকা খেতে চান? ৯৯ হাজার টাকার নতুন ফুচকা-স্কিম বাজারে আনলেন এই ব্যক্তি! তুমুল ভাইরাল](https://images.news18.com/static-bengali/uploads/2025/02/00-2025-02-7adcb6c697e4969cc8ebfb36aa55273e.jpg?impolicy=website&width=415&height=270)
নাগপুর: ফুচকা খেতে কার না ভাল লাগে! টক-ঝাল-মিষ্টির ফুচকা দেখলে জিভে জল আসবেই! ফুচকা খাওয়ার কোনও সময় হয় না! দুপুরেও যেমন খাওয়া যায়, রাতেও খাওয়া যায়! প্রেম হোক বা বন্ধুত্ব ফুচকা কিন্তু সবার সঙ্গে খাওয়া যায়! কিন্তু ভেবে দেখেছেন কখনও কেউ যদি আপনাকে গোটা জীবন না চাইতেই মুখের সামনে ফুচকা পৌছে দেয়, তবে কেমন হয়? আপনি যতদিন বাঁচবেন রোজ কেউ যদি আপনাকে যতখুশি ফুচকা খাওয়ায়? ভাবছেন তা আবার কেন হবে?
অবাক হলেও, এমন এক অবিশ্বাস্য স্কিম নিয়ে ফুচকা বা পানি পুরি বিক্রি করছেন এক বিক্রেতা! আপনি সারা জীবনের জন্য যতখুশি ফুচকা খেতে পারেন! আর তা আপনাকে দেবেন নাগপুরের এই ফুচকা ওয়ালা! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে বিজয় মেওয়ালা গুপ্তা নামের এক ফুচকা-ওয়ালা তুমুল ভাইরাল হয়েছেন! কারণ জানলে অবাক হবেন! এই ফুচকা বিক্রেতা একটি ফুচকা স্কিম সামনে এনেছেন! যেখানে তিনি বলছেন সারা জীবন যতখুশি ফুচকা খেতে হলে আপনি এই স্কিমটি করতে পারেন! কী সেই স্কিম?
জানা যায়, তিনি বলেছেন মাত্র ৯৯ হাজার টাকা দিয়ে এই স্কিমটি কিনে নিন! এই ৯৯ হাজার টাকায় আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যতখুশি ফুচকা খেতে পারবেন! এই খবর সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়! যদিও এই স্কিম নেটিজেনদের অনেকের বেশ পছন্দ হয়! আবার কেউ কেউ বলছেন, “টাকা নিয়ে এই ফুচকা-ওয়ালা যদি পালিয়ে যান?” এক নেটিজেন লেখেন, এই টাকা উসুল করতে হলে ১৩ বছর ধরে রোজ এক প্লেট করে ফুচকা খেতে হবে।” তবে বেশিরভাগ মানুষ এই অফারকে হাসির খোরাক হিসেবেই দেখেছেন! তাহলে আপনি কী ভাবছেন? নেবেন নাকি ৯৯ হাজারের লাইফ টাইম ফ্রি ফুচকা খাওয়ার স্কিম? আপাতত এই ব্যক্তি তুমুল ভাইরাল
Kolkata,West Bengal
February 08, 2025 12:07 AM IST
Viral News: সারা জীবন যত খুশি ফুচকা খেতে চান? ৯৯ হাজার টাকার নতুন ফুচকা-স্কিম বাজারে আনলেন এই ব্যক্তি! তুমুল ভাইরাল
বিবাহবিচ্ছেদের পরে প্রাক্তন স্ত্রী-কে হরিদ্বারে দর্শন করাতে নিয়ে গিয়েছিল স্বামী, তারপরে এক ধাক্কা…! তাতেই সব শেষ; আপাতত শ্রীঘরে ঠাঁই যুবকের