Last Updated:
গরমের মধ্যে ঠাণ্ডা আইসক্রিম খেতে কার না ভাল লাগে। প্রচণ্ড গরমে চকলেট, ভ্যানিলা নানা স্বাদের আইসক্রিম সবারই প্রিয়।

থাইল্যান্ড: গরমের মধ্যে ঠাণ্ডা আইসক্রিম খেতে কার না ভাল লাগে। প্রচণ্ড গরমে চকলেট, ভ্যানিলা নানা স্বাদের আইসক্রিম সবারই প্রিয়। কিন্তু, অনেক সময়েই এমন কিছু ঘটনা ঘটে যার ফলে আমাদের স্বাস্থ্যের দিকেও প্রশ্ন চিহ্ন তুলে দেয়। ঠিক, এমনই এক ঘটনা ঘটল থাইল্যান্ডে। আইসক্রিমের মধ্যে পাওয়া গেল আস্ত একটা সাপ!
Syria Conflict: রাস্তায় পড়ে সারি সারি দেহ, দুদিনের সংঘাতে সিরিয়া যেন হত্যাপুরী! মৃত প্রায় ১ হাজার