Last Updated:
Viral News: ছবি তোলার সময় কৃষ্ণা নদীতে স্বামীকে ঠেলে ফেলার অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। মেঘালয়কাণ্ডের পর ফের বেড়াতে গিয়ে স্বামীকে খু*নের চেষ্টার অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে।

রায়চুর: ছবি তোলার সময় কৃষ্ণা নদীতে স্বামীকে ঠেলে ফেলার অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের রায়চুর জেলার গুরজাপুর ব্রিজ-ব্যারেজের কাছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁরা নদীর মাঝখানে একটি পাথরের উপর থেকে ওই ব্যক্তির মরিয়া সাহায্যের আর্তনাদ শুনতে পান। তাঁকে চিৎকার করতে শোনা যায়, “আমাকে বাঁচাও, ভাই! ওকে ধরো! কাউকে ডাকো!” ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মহিলাটি দর্শকদের বলছেন, “আমি তাঁকে ঠেলিনি। আমরা ছবি তুলছিলাম, আর সে নদীতে পড়ে গিয়েছিল।”
ওই ব্যক্তি রায়চুরের শক্তি নগরের বাসিন্দা বলে জানা গিয়েছে, আর স্ত্রী ইয়াদগিরের ভাদাগেরা তালুকের বাসিন্দা। তাঁরা দুজনেই গুরজাপুর ব্রিজ-ব্যারেজে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন এবং কৃষ্ণা নদীর কাছে পাথরের উপর ছবি তোলার জন্য থেমেছিলেন। স্বামী দাবি করেছেন যে, তাঁর স্ত্রী তাঁকে ছবি তোলার সময় মাঝপথে ঠেলে দিয়েছিল। তাঁর আতঙ্কিত সাহায্যের আর্তনাদ তৎক্ষণাৎ মনোযোগ আকর্ষণ করে এবং সতর্ক পথচারীরা তাঁকে উদ্ধার করেন। যার মধ্যে এক গাড়িচালক এবং বাঁধের কর্মীরা ছিলেন। স্থানীয়রা দড়ি ব্যবহার করে তাঁকে নদী থেকে টেনে তোলেন।
Kolkata,West Bengal
July 13, 2025 4:14 PM IST