Last Updated:
রাস্তায় অবহেলায় পড়ে রয়েছে একটা ব্যাগ আর তা দামি দামি গয়নায় ঠাঁসা। এত পরিমাণ গয়না দেখে সাধারণ মানুষের মাথা ঘুরে যেতে পারে। কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা গয়না ঠাঁসা ব্যাগ দেখেও নিজে সেটা কুক্ষিগত না করে মালিকের খোঁজ করন
উত্তরপ্রদেশ: রাস্তায় অবহেলায় পড়ে রয়েছে একটা ব্যাগ আর তা দামি দামি গয়নায় ঠাঁসা। এত পরিমাণ গয়না দেখে সাধারণ মানুষের মাথা ঘুরে যেতে পারে। কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা গয়না ঠাঁসা ব্যাগ দেখেও নিজে সেটা কুক্ষিগত না করে মালিকের খোঁজ করেন। সৎ মানুষ যে পৃথিবীতে আজও আছেন, সেটাই আর একবার প্রমাণ করে দিলেন উত্তরপ্রদেশের ফারুক্কাবাদের বাসিন্দা পঙ্কজ অবস্থি এবং ঋষভ কুমার।
ঠিক কী ঘটেছিল? জানা যায়, পঙ্কজ এবং ঋষভ হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন। আচমকাই তাঁদের নজরে আসে , রাস্তায় পড়ে রয়েছে একটি ব্যাগ। এর কয়েক মুহূর্ত আগেই এক ব্যক্তি বাইক চালিয়ে সেই জায়গাটি পেরিয়ে গিয়েছিলেন। ওই ব্যক্তির বাইকে ছিলেন এক মহিলাও। কিন্তু বাইকে সওয়ার দু’জনকে থামানোর চেষ্টা করেও লাভ হয়নি। এরপরেই রাস্তায় পড়ে থাকা ব্যাগটি তুলে নেন পঙ্কজ এবং ঋষভ। হাইওয়ে থেকে কিছু দূরে গিয়ে একটি পানের দোকানে থাকা লোকজনকে ঘটনার কথা জানান দু’জনে।
ব্যাগের আসল মালিকের হাতে ব্যাগ তুলে দেওয়াই ছিল পঙ্কজ এবং ঋষভের লক্ষ্য। এর জন্য তাঁরা সব রকম চেষ্টা করে গিয়েছেন। কিন্তু আসল মালিকের খোঁজ পাননি। এরপর সারা রাস্তা এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতেই তাঁরা ফিরে আসেন ফারুক্কাবাদে।
এদিকে বাড়িতে ফিরে পঙ্কজ আর ঋষভ ব্যাগ খুলে আরও একবার আসল মালিকের খোঁজ করতে থাকেন। ব্যাগ খুলতেই দেখা যায় গয়নার সঙ্গে রয়েছে একটি মোবাইল ফোনও। ফলে মালিককে খুঁজে পাওয়ার আশায় উৎফুল্ল হয়ে পড়েন তাঁরা। কিন্তু মোবাইল অন করতে দেখা যায় যে, সেটি স্যুইচ অফ। সঙ্গে সঙ্গে মোবাইল চার্জ দিয়ে ফোনে পাওয়া নম্বরগুলিতে কল করে ঘটনার কথা জানাতে থাকেন পঙ্কজ আর ঋষভ।
এই তথ্য পেয়ে ফারুক্কাবাদে পৌঁছন উত্তরপ্রদেশের মথুরা জেলার বাসিন্দা রাজেন্দ্রপ্রসাদ। তিনি বলেন , তাঁর কন্যা নিজের স্বামীর সঙ্গে যাচ্ছিলেন বৃন্দাবনে। যাওয়ার পথে তাঁর ব্যাগটি রাস্তার কোনও জায়গায় পড়ে গিয়েছিল। বহু চেষ্টার পরেও খুঁজে পাওয়া যায়নি ব্যাগটি। রাজেন্দ্রপ্রসাদ এ-ও জানান , তিনি অত্যন্ত সৌভাগ্যবান, ব্যাগটি এমন মানুষের হাতে পড়েছে, যাঁরা আসল মালিকের খোঁজ করার জন্য প্রচুর চেষ্টা করেছেন।
মেয়ের খোওয়া যাওয়া ব্যাগটি হাতে পেয়ে আনন্দে চোখে জল এসে যায় রাজেন্দ্রপ্রসাদের। তিনি বলেন, মানুষ টাকার জন্য যা খুশি করতে পারে। কিন্তু বাস্তবে আজও এমন কিছু মানুষ রয়েছেন, যাঁরা সত্য-ন্যায় এবং মানবিকতার খাতিরে সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকেন।
Kolkata,West Bengal
December 12, 2024 8:21 PM IST