
বিনোদ কাম্বলির পুরনো বন্ধু ব্যবসায়ী সলি অ্যাডাম। তিনিই এবার জানালেন, কম বয়সে কাম্বলি ঠিক কীরকম মারাত্মক ভুল করেছিলেন। সলি অ্যাডাম বললেন, একদিন আমরা ১০ জন ক্রিকেটারের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। বিনোদ এবং সচিন ছাড়া সেই সময় বাকিরা পার্টটাইম চাকরি করত। মুম্বইয়ের একজন ক্রিকেটার বিনোদকে জিজ্ঞাসা করেছিল, তুমি তো প্রতি মাসে ২৫ পাউন্ড আয় করতে পারো। তা হলে সলির কোম্পানিতে কাজ করছ না কেন?’ কাম্বলি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ‘আমি আর সচিন টেস্ট খেলে টাকা রোজগার করব। পার্টটাইম চাকরি করে মনোযোগ নষ্ট করতে চাই না। সেই সময় বয়স কম ছিল বিনোদের। ওর মধ্যে আত্মবিশ্বাসে ভরপুর ছিল।