Vinay Narwal Pahalgam Victim: হাত থেকে ওঠেনি মেহন্দির রঙ, মাত্র ৬ দিনেই দাম্পত্যজীবন শেষ হল সন্ত্রাসবাদীর গুলিতে, স্বামীর মরদেহের পাশে হিমাংশির ছবি ঘুরছে সর্বত্র

Vinay Narwal Pahalgam Victim: হাত থেকে ওঠেনি মেহন্দির রঙ, মাত্র ৬ দিনেই দাম্পত্যজীবন শেষ হল সন্ত্রাসবাদীর গুলিতে, স্বামীর মরদেহের পাশে হিমাংশির ছবি ঘুরছে সর্বত্র
বিনয় হরিয়ানার করনাল শহরের সেক্টর ৭-এর বাসিন্দা ছিলেন। দুই বছর আগে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৬ এপ্রিল রিসেপশনের পর তাঁরা ২১ এপ্রিল মধুচন্দ্রিমার জন্য কাশ্মীরে যান। ঘটনার পর থেকে তাঁর বাড়িতে নেমে এসেছে নীরবতা, পরিবারের কিছু সদস্য শ্রীনগর চলে গিয়েছেন। ২৬ বছর বয়সী বিনয় বর্তমানে কোচিতে পোস্টেড ছিলেন। তাঁর বুক, ঘাড়, বাম বাহুতে সন্ত্রাসবাদীরা গুলি করে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসার পর মধ্যরাতেও সংবাদমাধ্যম বিনয়ের বাড়িতে পৌঁছেছিল। তবে পরিবারের পক্ষ থেকে কারও সঙ্গে কোনও কথা বলা হয়নি। (Photo: AP)Vinay Narwal Pahalgam Victim: হাত থেকে ওঠেনি মেহন্দির রঙ, মাত্র ৬ দিনেই দাম্পত্যজীবন শেষ হল সন্ত্রাসবাদীর গুলিতে, স্বামীর মরদেহের পাশে হিমাংশির ছবি ঘুরছে সর্বত্র

বিনয় হরিয়ানার করনাল শহরের সেক্টর ৭-এর বাসিন্দা ছিলেন। দুই বছর আগে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৬ এপ্রিল রিসেপশনের পর তাঁরা ২১ এপ্রিল মধুচন্দ্রিমার জন্য কাশ্মীরে যান। ঘটনার পর থেকে তাঁর বাড়িতে নেমে এসেছে নীরবতা, পরিবারের কিছু সদস্য শ্রীনগর চলে গিয়েছেন। ২৬ বছর বয়সী বিনয় বর্তমানে কোচিতে পোস্টেড ছিলেন। তাঁর বুক, ঘাড়, বাম বাহুতে সন্ত্রাসবাদীরা গুলি করে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসার পর মধ্যরাতেও সংবাদমাধ্যম বিনয়ের বাড়িতে পৌঁছেছিল। তবে পরিবারের পক্ষ থেকে কারও সঙ্গে কোনও কথা বলা হয়নি। (Photo: AP)

Scroll to Top