Vikram Misri: সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার, নিশানায় কন্যারাও, ‘এক্স’ প্রোফাইল লক করলেন বিক্রম মিশ্রী

Vikram Misri: সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার, নিশানায় কন্যারাও, ‘এক্স’ প্রোফাইল লক করলেন বিক্রম মিশ্রী

Last Updated:

Vikram Misri: তীব্র আক্রমণের শিকার হয়ে এক্স প্রোফাইল লক করে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী। তাঁর মেয়েদেরও এই আক্রমণের নিশানায় টেনে আনা হয়।

বিদেশ সচিব বিক্রম মিশ্রীVikram Misri: সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার, নিশানায় কন্যারাও, ‘এক্স’ প্রোফাইল লক করলেন বিক্রম মিশ্রী
বিদেশ সচিব বিক্রম মিশ্রী

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সামরিক পদক্ষেপ বন্ধ করার ভারতের সিদ্ধান্তের জের। ব্যক্তিগত আক্রমণের শিকার হলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী ও তাঁর কন্যারা। তীব্র আক্রমণের শিকার হয়ে এক্স প্রোফাইল লক করে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী। তাঁর মেয়েদেরও এই আক্রমণের নিশানায় টেনে আনা হয়।

গত কয়েকদিন নাগাড়ে নানা কুরুচিকর কথার কটাক্ষ চলতে থাকে বিক্রম মিশ্রী ও তাঁর পরিবারকে লক্ষ্য করে। কার্যত তারই জেরে শেষ পর্যন্ত ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তাঁর এক্স অ্যাকাউন্ট লক করে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

এই ঘটনা নিয়ে AIMIM সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি বলেন, “বিক্রম মিশ্রী একজন সৎ, পরিশ্রমী এবং দেশনিষ্ঠ কূটনীতিক। সংঘর্ষ বা সংঘর্ষ বিরতি, কোনও সিদ্ধান্তই কখনও রাজনীতিক নেতৃত্বের বা আমলাদের হয় না এটা মনে রাখা জরুরি।”

কংগ্রেসের কেরল শাখা এক বিবৃতিতে জানায়, “হিমাংশী নারওয়ালের পর এখন টার্গেটে বিক্রম মিশ্রী। শুধু ‘নো হেট, নো ভায়োলেন্স’ বলার জন্য এক শহিদের স্ত্রীকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে নিন্দনীয় ভাবে। এখন বিক্রম মিশ্রীকে দায়ী করা হচ্ছে সংঘৰ্ষ বিরতির সিদ্ধান্তের জন্য। যেন এই সিদ্ধান্ত তিনি একাই নিয়েছেন।”

বাংলা খবর/ খবর/দেশ/

Vikram Misri: সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার, নিশানায় কন্যারাও, ‘এক্স’ প্রোফাইল লক করলেন বিক্রম মিশ্রী

Scroll to Top