01


প্রত্যেকেই ঘর পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো পছন্দ করেন। সেই কারণে বাড়িতে ছবিও লাগান। এই ছবি পশু, যান, প্রকৃতি বা ঈশ্বরের হতে পারে। কিন্তু জানেন কি, বাড়িতে যদি পাখির ছবি রাখেন তবে আপনার ঘর থেকে কেবল বাস্তু দোষই দূর হবে না, দেবী লক্ষ্মীর আশীর্বাদও আপনার উপর বর্ষিত হবে। বিস্তারিত জানাচ্ছেন জ্যোতিষী এবং বাস্তু বাসিন্দা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।