Last Updated:
Vaibhav Suryavanshi: ভারত অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম যুব টেস্ট ম্যাচের প্রথম দিনেই নিজেদের শক্তির প্রমাণ দিয়ে দিল।

ভারত অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম যুব টেস্ট ম্যাচের প্রথম দিনেই নিজেদের শক্তির প্রমাণ দিয়ে দিল। সাদা বলের ফরম্যাটে খারাপ ফর্মের পর অধিনায়ক আয়ুষ মাত্রে দুর্দান্ত এক শতরান করে বড় স্কোরের ভিত গড়ে দেন। ফলস্বরূপ, ভারত অনূর্ধ্ব-১৯ দল প্রথম ‘যুব টেস্ট’-এর প্রথম দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাল রানে পৌঁছে যায়। ৮৮ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৫০ রান।
অন্যদিকে, ওয়ান ডে বিধ্বংসী ফর্মের পর লাল বলের সিরিজে বৈভব সূর্যবংশীর দিকে নজর ছিল সকলের। তার কাছ থেকে আরও একটি বিধ্বংসী ইনিংস দেখার আশায় ছিল ফ্যানেরা। কিন্তু তিনি এদিন নিরাশ করেন। আক্রমণাত্মক ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ১৪ রান করে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে অবশ্যে ফের সুযোগ থাকছে বৈভবের সামনে।
অন্যদিকে, ওয়ানডে সিরিজে সংগ্রাম করা আয়ুষ মাত্রে ১১৫ বলে ১৪টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়ে ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তিনি দ্বিতীয় উইকেটের জন্য বিহান মালহোত্রার (৬৭) সঙ্গে ১৭৩ রানের জুটি গড়েন। এই দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর অভিজ্ঞান কুন্ডু (৯৫ বলে ৯০) ও রাহুল কুমার (৮১ বলে ৮৫) অনবদ্য ব্যাটিং করলেও শতরান মিস করেন। কিন্তু তাদের আগ্রাসী ব্যাটিং দলের স্কোর ৪০০-র কাছাকাছি নিয়ে যায়।
এই দু’জন পঞ্চম উইকেটের জন্য মাত্র ২৭.৪ ওভারে ১৭৯ রান যোগ করেন। কুন্ডু ১০টি চার ও ১টি ছক্কা মারেন, আর রাহুল কুমার আরও আক্রমণাত্মক ছিলেন—১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে দ্রুত রান তোলেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের হয়ে আম্বরীশ ৩১ রান করে অপরাজিত রয়েছেন এবং অন্যপ্রান্তে হেনিল প্যাটেল ৬ রানে অপরাজিত রয়েছেন।
Kolkata,West Bengal
July 13, 2025 12:06 PM IST