Vaibhav Suryavanshi: ইংল্যান্ডে ফের কামাল দেখালেন বৈভব! সূর্যবংশীদের ৫৪০ রানের রেকর্ড ইনিংস!

Vaibhav Suryavanshi: ইংল্যান্ডে ফের কামাল দেখালেন বৈভব! সূর্যবংশীদের ৫৪০ রানের রেকর্ড ইনিংস!

Last Updated:

Vaibhav Suryavanshi: ভারতের ‘ইয়ং ইন্ডিয়া’ দল প্রথম ইউথ টেস্ট ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তাদের দখল শক্ত করে ফেলেছে। ইংল্যান্ডে ফের কামাল দেখালেন বৈভব সূর্যবংশী।

News18Vaibhav Suryavanshi: ইংল্যান্ডে ফের কামাল দেখালেন বৈভব! সূর্যবংশীদের ৫৪০ রানের রেকর্ড ইনিংস!
News18

ভারতের ‘ইয়ং ইন্ডিয়া’ দল প্রথম ইউথ টেস্ট ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তাদের দখল শক্ত করে ফেলেছে। কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে চলমান সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের ইনিংস ৫৪০ রানে শেষ হয়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফের পুত্র রকি ফ্লিনটফ ৯৩ রানের এক অসাধারণ ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করে। তবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল রবিবার চার দিনের ইউথ টেস্টের দ্বিতীয় দিনে স্টাম্প পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৩৯ রানই করতে পেরেছে।

রকির ১৫২ বলের ইনিংসের জন্যই ইংল্যান্ড দল ভারতের প্রথম ইনিংসের ৫৪০ রানের বিশাল স্কোরের সামনে পুরোপুরি ভেঙে পড়েনি। তবুও তারা এখনও ৩১০ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিনের শেষে থমাস রেভ ৩ রানে অপরাজিত ছিলেন এবং একনাথ সিংহ এখনো রানের খাতা খুলতে পারেননি।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের ছেলে আরচি ভন এবং প্রাক্তন ওপেনার জো ডেনলির ভাইপো জেডেন ডেনলি দ্রুত আউট হয়ে যাওয়ার পরে রকি ফ্লিনটফ অধিনায়ক হামজা শেখ (৮৪ রান) এর সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন। তারা তৃতীয় উইকেটের জন্য ১৫৪ রান যোগ করেন, যার ফলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৯১ রান।

কিন্তু ভারতীয় বোলার বৈভব সূর্যবংশী তার পার্ট-টাইম স্পিনে শেখকে আউট করে দেন। এর আগে ভারত সকালে ৭ উইকেটে ৪৫০ রান থেকে খেলা শুরু করে আরএস অম্বরীশের ৭০ রানের ইনিংসের সাহায্যে আরও ৯০ রান যোগ করে। ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে সেঞ্চুরি করে ভারতের বড় রানের ভিত্তি তৈরি করেন। প্রথম দিন আয়ুষ সেঞ্চুরি করেন এবং তিন ব্যাটসম্যান অর্ধশতক হাঁকান।

বাংলা খবর/ খবর/খেলা/

Vaibhav Suryavanshi: ইংল্যান্ডে ফের কামাল দেখালেন বৈভব! সূর্যবংশীদের ৫৪০ রানের রেকর্ড ইনিংস!

Scroll to Top