Vaibhav Suryavanshi: এবার টেস্টেও বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী, এমন কীর্তি কোনও ভারতীয়র নেই

Vaibhav Suryavanshi: এবার টেস্টেও বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী, এমন কীর্তি কোনও ভারতীয়র নেই

Last Updated:

Vaibhav Suryavanshi:মাত্র ১৪ বছর বয়সে ভারতের হয়ে ইয়ুথ টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বিহারের বৈভব সূর্যবংশী। এবার টেস্টেও বিশ্বরেকর্ড গড়লেন ১৪ বছরের তারকা।

News18Vaibhav Suryavanshi: এবার টেস্টেও বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী, এমন কীর্তি কোনও ভারতীয়র নেই
News18

মাত্র ১৪ বছর বয়সে ভারতের হয়ে ইয়ুথ টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বিহারের বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চলমান টেস্টে তিনি উইকেট শিকার করে ভারতের সবচেয়ে কমবয়সী বোলার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। তার বয়স ছিল ১৪ বছর ১০৭ দিন, যা পূর্বতন রেকর্ডধারী মানিশির চেয়েও কম। মানিশি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে এই রেকর্ড করেছিলেন ১৫ বছর বয়সে।

বৈভবের এই কীর্তিময় মুহূর্তটি আসে কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচের ৪৫তম ওভারের শেষ বলে বাঁহাতি স্পিনে করা এক ফুলটস ডেলিভারিতে ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখ বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হন এবং ক্যাচ তুলে দেন হেনিল প্যাটেলের হাতে। এই উইকেট শুধুই রেকর্ড নয়, ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুও ছিল।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বৈভব এখন তৃতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইয়ুথ টেস্টে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। তার আগেই রয়েছেন পাকিস্তানের দুই প্রতিভাবান তরুণ — মাহমুদ মালিক ও হিদায়াতুল্লাহ খান, যারা মাত্র ১৩ বছর বয়সে উইকেট শিকার করেছিলেন। বৈভবের এই সাফল্য ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল সম্ভাবনার বার্তা দিচ্ছে।

এই ম্যাচে ভারতীয় দল প্রথম ইনিংসে ৫৪০ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয়। ইংল্যান্ডের হয়ে রকি ফ্লিনটফ (অ্যান্ড্রু ফ্লিনটফের পুত্র) ৯৩ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচায়। ইংল্য়ান্ড অনূর্ধ্ব ১৯ দলের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৯ রানে। ১০১ রানের গুরুত্বপূর্ণ লিড পায় ভারতীয় দল।

বাংলা খবর/ খবর/খেলা/

Vaibhav Suryavanshi: এবার টেস্টেও বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী, এমন কীর্তি কোনও ভারতীয়র নেই

Scroll to Top