Uttar Pradesh Woman Death: বিয়ের দশ বছর পরেও মা হতে পারেননি, তান্ত্রিকের খপ্পরে পড়লেন তরুণী! পরিণতি হল মর্মান্তিক

Uttar Pradesh Woman Death: বিয়ের দশ বছর পরেও মা হতে পারেননি, তান্ত্রিকের খপ্পরে পড়লেন তরুণী! পরিণতি হল মর্মান্তিক

Last Updated:

বিয়ের দশ বছর পরেও ওই তরুণী সন্তানধারণ করতে পারেননি৷ তাই তরুণীর মা এবং শাশুড়ি মিলে তাঁকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যান৷

অনুরাধা নামে এই তরুণীই তান্ত্রিকের খপ্পরে পড়েন৷ Uttar Pradesh Woman Death: বিয়ের দশ বছর পরেও মা হতে পারেননি, তান্ত্রিকের খপ্পরে পড়লেন তরুণী! পরিণতি হল মর্মান্তিক
অনুরাধা নামে এই তরুণীই তান্ত্রিকের খপ্পরে পড়েন৷

দীর্ঘদিনের চেষ্টা, চিকিৎসা করেও মা হতে পারছিলেন না৷ মাতৃত্বের স্বাদ পাওয়ার আশায় তাই তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন তরুণী৷ কিন্তু তার পাল্লায় পড়ে শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি হল অনুরাধা নামে ওই তরুণীর৷ তান্ত্রিকের নৃশংস বুজরুগির পাল্লায় পড়ে প্রাণ গেল ওই মহিলার৷

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আজমগঢ়ের পহেলওয়ানপুর গ্রামে৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ৷ এই ঘটনার কথা জানাজানি হতেই তীব্র ক্ষোভ ছড়ায় এলাকায়৷ গ্রামে বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছে৷

জানা গিয়েছে, বিয়ের দশ বছর পরেও ওই তরুণী সন্তানধারণ করতে পারেননি৷ তাই তরুণীর মা এবং শাশুড়ি মিলে তাঁকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যান৷ স্থানীয় একজনের সুপারিশের চাঁদু নামে ওই তান্ত্রিকের দ্বারস্থ হন অনুরাধা৷ তরুণী সন্তানধারণ করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে তার বিনিময়ে ১ লক্ষ টাকা দাবি করেন ওই তরুণী৷ অগ্রিম হিসেবে ওই তান্ত্রিককে ২২ হাজার টাকা দিয়ে দেয় তরুণীর পরিবার৷ তরুণী সন্তানধারণ করলে বাকি টাকা দেওয়ার কথা হয়৷

পুলিশে দায়ের করা তরুণীর মায়ের এফআইআর অনুযায়ী, গত ৬ জুলাই অনুরাধাকে নিয়ে তিনি ওই তান্ত্রিকের কাছে যান৷ তখনই তার উপরে নৃশংস অত্যাচার শুরু করে ওই তান্ত্রিক, তার স্ত্রী শবনম এবং আরও দুই সহযোগী৷ অভিযোগ, অনুরাধার চুলের মুঠি ধরে টেনে, গলায় ফাঁস দিয়ে তাঁকে বাথরুমের জল খাওয়ানোর চেষ্টা করা হয়৷ অনুরাধা বাধা দিতে চাইলে তখন ওই তান্ত্রিক দাবি করে, জেদি একটি আত্মা তরুণীর উপরে ভর করেছে৷ তাই এসব করতে হচ্ছে৷

এই অত্যাচারে তরুণীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এর পরই পালিয়ে যায় অভিযুক্ত তান্ত্রিক৷ এর পরই এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়৷ পরের দিন সকালেই অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/

Uttar Pradesh Woman Death: বিয়ের দশ বছর পরেও মা হতে পারেননি, তান্ত্রিকের খপ্পরে পড়লেন তরুণী! পরিণতি হল মর্মান্তিক

Scroll to Top