Last Updated:
গত মার্চ মাসে এই ঘটনা ঘটে৷ বিষয়টি জানাজানি হতেই ওই চিকিৎসককে জেলার সদর দফতরে ট্রান্সফার করা হয়৷

ঠান্ডা লেগেছে বলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ বছরের বালককে৷ চিকিৎসার নামে সেই বালকের মুখেই সিগারেট গুঁজে দিলেন চিকিৎসক স্বয়ং৷ শুধু তাই নয়, নিজেই লাইটার থেকে আগুন ধরিয়ে দিয়ে শিশুটিকে সিগারেট টানা শেখালেন ওই চিকিৎসক৷
উত্তর প্রদেশের জালায়ুঁতে সরকারি চিকিৎসকের এমন উদ্ভট চিকিৎসা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সবাই৷ নেটমাধ্যমে ইতিমধ্যেই ওই চিকিৎসকের কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে৷ তুমুল সমালোচনা শুরু হয়েছে ওই সরকারি চিকিৎসকের৷ এর পরই তাঁকে বদলির নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতর৷
জানা গিয়েছে, অভিযুক্ত ওই চিকিৎসকের নাম সুরেশ চন্দ্র৷ তিনি কাঠাউন্ডের কেন্দ্রীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছিলেন৷
जालौन
प्राथमिक स्वास्थ केंद्र कुठौंद में तैनात डॉ सुरेशचंद्र का अजीवो गरीब मामला सामने आया
इलाज कराने आए दंपत्ति के नौनिहाल बच्चे को सिगरेट का शुटका लगाने की दे रहे हैं ट्रेनिंग।
वीडियो सोशल मीडिया वायरल।@jalaunpolice @adgzonekanpur@CMOfficeUP@Uppolice pic.twitter.com/4Y3Octc6tK— Vivek Tripathi (@VivekTr87311112) April 16, 2025
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই চিকিৎসক একটি পাঁচ বছরের বালকের মুখে সিগারেট গুঁজে দিয়ে তাকে বোঝাচ্ছেন, কীভাবে সিগারেটের ধোঁয়া ভিতর দিকে টানতে হবে৷ এর পর পকেট থেকে লাইটার বের করে নিজেই সিগারেটে আগুন ধরিয়ে দিতে দেখা যায় ওই চিকিৎসককে৷ তার পরেও শিশুটি ঠিকমতো সিগারেটের ধোঁয়া টানতে না পারায় কিছুটা বিরক্ত হয়ে নিজেই সিগারেটে দুই টান মেরে শিশুটিকে হাতেকলমে শেখানোর চেষ্টা করেন ওই চিকিৎসক৷ ফের নিজের মুথ থেকে সিগারেটটি নিয়ে শিশুটির মুখে গুঁজে দেন তিনি৷ শিশুটির মুখে থাকা অবস্থায় সিগারেট নিভে গেলে ফের একবার লাইটার দিয়ে তা ধরিয়ে দেন ওই চিকিৎসক৷ শেষে তাঁকে বলতে শোনা যায়, আজকে এইটুকুই ট্রেনিং দিলাম৷ আবার পরের দিন দেখা যাবে৷
গত মার্চ মাসে এই ঘটনা ঘটে৷ বিষয়টি জানাজানি হতেই ওই চিকিৎসককে জেলার সদর দফতরে ট্রান্সফার করা হয়৷ গত ২৮ মার্চ ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়৷ কয়েকদিনের মধ্যেই ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা পড়ার কথা৷
Kolkata,West Bengal
April 16, 2025 10:23 PM IST
Kunal Kamra: গ্রেফতারির প্রয়োজন নেই, কুণাল কামরা প্রসঙ্গে মন্তব্য বোম্বে হাইকোর্টের