US-India Trade Deal: ‘আমরা মাঝামাঝি জায়গায় আছি…’ ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় মিলবে কি গতি? বিদেশমন্ত্রী জয়শঙ্কর যা জানালেন

US-India Trade Deal: ‘আমরা মাঝামাঝি জায়গায় আছি…’ ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় মিলবে কি গতি? বিদেশমন্ত্রী জয়শঙ্কর যা জানালেন

Last Updated:

Jaishankar on US-India Trade Deal In Sight: বাণিজ্যের বেশ কিছু ক্ষেত্রে দু’দেশ সহমত হলেও গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে এখনও মতবিরোধ রয়েছে বলে সূত্রের খবর।

ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় মিলবে কি গতি? (Photo: Reuters)US-India Trade Deal: ‘আমরা মাঝামাঝি জায়গায় আছি…’ ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় মিলবে কি গতি? বিদেশমন্ত্রী জয়শঙ্কর যা জানালেন
ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় মিলবে কি গতি? (Photo: Reuters)

নয়াদিল্লি: আমেরিকার নয়া শুল্কনীতি আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রয়েছে। ৯০ দিনের ওই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। এই সময়সীমাকে আর বৃদ্ধি করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় কোনও অগ্রগতি হয় কি না, সে দিকে নজর রয়েছে প্রত্যেকেরই । ভারতের একটি প্রতিনিধিদল বর্তমানে ওয়াশিংটনে রয়েছে আলোচনার জন্য। বাণিজ্যের বেশ কিছু ক্ষেত্রে দু’দেশ সহমত হলেও গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে এখনও মতবিরোধ রয়েছে বলে সূত্রের খবর। এ অবস্থায় আরও কিছু দিন আমেরিকায় থাকতে পারেন ভারতীয় প্রতিনিধিরা।

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ‘‘আমরা বাণিজ্য আলোচনার মাঝামাঝি এবং মাঝামাঝির চেয়েও বেশি — অবস্থায় আছি। আমি আশা করি যে এটি একটি সিদ্ধান্তে আনা সম্ভব হবে ৷ কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারি না কারণ আরও একটি পক্ষও এখানে জড়িত রয়েছে। আমাদের একটি মিলনস্থল খুঁজে বের করতে হবে। আগামী কয়েক দিন এদিকে নজর রাখতে হবে ৷ ’’

এদিকে কোয়াড বৈঠকে (Quad Meet) যোগ দিতে আমেরিকা সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবারই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। রবিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আমন্ত্রণে জয়শঙ্কর ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত আমেরিকা সফর করবেন।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ সহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক সমস্যা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

বাংলা খবর/ খবর/দেশ/

US-India Trade Deal: ‘আমরা মাঝামাঝি জায়গায় আছি…’ ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় মিলবে কি গতি? বিদেশমন্ত্রী জয়শঙ্কর যা জানালেন

Scroll to Top