Travel: বাংলার বুকে যেন এক টুকরো ‘মিনি পহেলগাঁও’! কলকাতার খুব কাছেই, সবুজে ঘেরা এই জায়গা কোথায় জানেন কী?

Travel: বাংলার বুকে যেন এক টুকরো ‘মিনি পহেলগাঁও’! কলকাতার খুব কাছেই, সবুজে ঘেরা এই জায়গা কোথায় জানেন কী?

Last Updated:

পুরুলিয়ার পর্যটন মানচিত্রের নতুন ঠিকানা , মিনি পেহেলগাঁও, যাবেন নাকি সেখানে!

X

Travel: বাংলার বুকে যেন এক টুকরো ‘মিনি পহেলগাঁও’! কলকাতার খুব কাছেই, সবুজে ঘেরা এই জায়গা কোথায় জানেন কী?

পুরুলিয়ার পেহেলগাঁও

পুরুলিয়া : বর্তমানে অনেকের কাছেই পর্যটন মানেই পুরুলিয়ার নাম সবার আগে আসে। দিঘা, পুরী, দার্জিলিং-এর পাশাপাশি লালমাটির এই জেলাও ভ্রমণপিপাসু মানুষদের পছন্দের তালিকায় অনেকখানি জায়গা করে নিয়েছে। আর পুরুলিয়ার এই পর্যটন মানচিত্রে নয়া সংযোজন হয়েছে মিনি পহেলগাঁও। পুরুলিয়ার ঝালদা থানার পুরানো ঝালদা এলাকায় রয়েছে এই মিনি পেহেলগাঁও।

ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁও-এর বৈশরণ ভ্যালির মতই প্রকৃতিক সৌন্দর্যে মোড়া পুরুলিয়ার এই পহেলগাঁও। এখানে পাহাড়ের আনাচে-কানাচে সাদা বরফ দেখা না গেলেও প্রকৃতির অপরূপ রূপে আকৃষ্ট হয়ে ওঠেন যে কেউ। সবুজ ঘন অরণ্যে ঘেরা এই ল্যান্ডস্কেপের মাঝে, মাঝে রয়েছে ছোট , ছোট টিলা। অবিরাম শোনা যায় ময়ূরের ডাক।

সম্প্রতি সোশ্যাল সাইটে এই মিনি পহেলগাঁও-এর ভিডিও ভাইরাল হওয়ার পরেই অফবিট এই জায়গায় ঢল নামতে দেখা যাচ্ছে পর্যটকদের। ভ্রমণপ্রেমীদের আকর্ষণের নতুন একটি জায়গা হয় উঠেছে পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁও।

স্থানীয় মানুষজনরা বলেন, ঝালদার এই জায়গাটি বের হাতলের মাঠ নামেই পরিচিত তাদের কাছে।খুবই সুন্দর এই জায়গা। কাশ্মীরের পেহেলগাঁও-এর মতই খানিকটা দেখতে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেই আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গা। ‌ প্রায় প্রতিদিনই পর্যটকেরা এখানে বেড়াতে আসছেন। তাদেরও এই জায়গাটি ভীষণ ভালো লাগে। বাড়ির কাছেই এত সুন্দর একটি জায়গা থাকায় তারাও খুব খুশি।

একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁও-এ।‌ নেই কোনও কোলাহল। চারিদিক সারি, সারি গাছ। ময়ূরের ডাক। এখানে নেই কোনও আতঙ্ক। প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায় এই জায়গায়। পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁও এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Travel: বাংলার বুকে যেন এক টুকরো ‘মিনি পহেলগাঁও’! কলকাতার খুব কাছেই, সবুজে ঘেরা এই জায়গা কোথায় জানেন কী?

Scroll to Top