Train Cancellation: আগামী সপ্তাহে ওড়িশা যাওয়ার পরিকল্পনা? টানা ১২ দিন বাতিল থাকছে একাধিক ট্রেন, রইল ক্যানসেল তালিকা

Train Cancellation: আগামী সপ্তাহে ওড়িশা যাওয়ার পরিকল্পনা? টানা ১২ দিন বাতিল থাকছে একাধিক ট্রেন, রইল ক্যানসেল তালিকা

Last Updated:

Train Cancellation: রেলের একাধিক উন্নতিকরণ, তৃতীয় লাইন সম্প্রসারণ-সহ একাধিক কাজের জন্য চলতি মাসে প্রায় ১২ দিন একাধিক লোকাল মেমু এবং এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা।

ট্রেন বাতিল Train Cancellation: আগামী সপ্তাহে ওড়িশা যাওয়ার পরিকল্পনা? টানা ১২ দিন বাতিল থাকছে একাধিক ট্রেন, রইল ক্যানসেল তালিকা
ট্রেন বাতিল

মেদিনীপুর: রেলের একাধিক উন্নতিকরণ, তৃতীয় লাইন সম্প্রসারণ-সহ একাধিক কাজের জন্য চলতি মাসে প্রায় ১২ দিন একাধিক লোকাল মেমু এবং এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা। রেলের একাধিক উন্নতিকরণের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত। খড়গপুর থেকে পুরী শাখায় এই ট্রেন বাতিল করা হচ্ছে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। রেলের একাধিক উন্নয়ন তৃতীয় লাইনের কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, 68051/52 বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর আপ এবং ডাউন ট্রেন ১০ জুলাই থেকে ২২ জুলাই টানা ১৩  দিন বাতিল করা হচ্ছে। 02837 সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন ১১ জুলাই এবং ১৮ জুলাই বাতিল করা হচ্ছে। 02838 পুরী-সাঁতরাগাছি স্পেশাল ১২ এবং ১৯ জুলাই বাতিল করা হবে। 02839 আপ শালিমার-পুরী স্পেশাল ১৩ জুলাই এবং ২০ জুলাই, 02840 ডাউন পুরী-শালিমার স্পেশাল ১৪ জুলাই এবং ২১ জুলাই বাতিল করা হচ্ছে।

স্বাভাবিকভাবে খড়গপুর থেকে ওড়িশায় যাতায়াতের জন্য অবশ্যই ট্রেনের এই লিস্ট দেখে বেরোবেন। যদিও বেশ কয়েকদিন আগে থেকেই এই সমস্যার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশন।

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দেশ/

Train Cancellation: আগামী সপ্তাহে ওড়িশা যাওয়ার পরিকল্পনা? টানা ১২ দিন বাতিল থাকছে একাধিক ট্রেন, রইল ক্যানসেল তালিকা

Scroll to Top