02

*নোংরা বাথরুম অনেক রোগের কারণ হতে পারে, তাই সময়ে সময়ে তা পরিষ্কার করতে থাকুন। শুধু টয়লেট সিট, ওয়াশ বেসিন ও মেঝে নয়, দেয়াল পরিষ্কার করাও সমান জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে সাবান এবং শ্যাম্পুর দাগ দেয়ালে থেকে যায়, যার ফলে এগুলি হলুদ এবং নোংরা দেখায়। দীর্ঘদিন পরিষ্কার না করলে ফাঙ্গাসও হতে পারে। তাই মাসে অন্তত ১ বার বাথরুমের দেয়াল পরিষ্কার করুন। সংগৃহীত ছবি।