Last Updated:
TMC: জাতীয় পতাকা নিয়ে বাংলাজুড়ে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মিছিল করল তৃণমূল কংগ্রেস।

জাতীয় পতাকা নিয়ে বাংলাজুড়ে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মিছিল করল তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে পহেলগাও হামলা ও চলমান উত্তেজনার প্রেক্ষিতে দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বত্র মিছিল আয়োজন করল তৃণমূল কংগ্রেস।
রাজ্যের প্রতিটি ব্লক ও শহরাঞ্চলে ১৭ ও ১৮ মে, দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত করা হল এই মিছিল। দলের নেতা, কর্মী-সহ হাজার হাজার কর্মী, সমর্থক, হাতে পতাকা, শহিদদের ছবি, দেশাত্মবোধক গান ও ব্যানার নিয়ে রাস্তায় নেমে শ্রদ্ধা জানালেন দেশের বীর জওয়ানদের প্রতি।
সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের নির্দেশ দেন ১৭-১৮ মে সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ও শহিদ পরিবারের পাশে দাঁড়াতে। নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, “দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন যাঁরা, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান আমাদের কর্তব্য। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই কর্মসূচি।” একই দিনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলের জেলা ও শহর ইউনিটগুলিকে নির্দেশিকা পাঠান, যেখানে শহিদদের স্মরণ, দেশপ্রেম ছড়ানো ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বজায় রাখার উপর জোর দেওয়া হয়।
শনিবার রাজ্যজুড়ে সেনাবাহিনীর পাশে দাঁড়ানো বার্তা-সহ নানা পোস্টার দেখা যায়। বিশেষভাবে স্মরণ করা হয় বাংলার সাহসী জওয়ান হাবিলদার ঝন্টু আলি শেখকে, যিনি ২৪ এপ্রিল উধমপুরে সন্ত্রাস দমন অভিযানে শহিদ হন। মুর্শিদাবাদে এনসিসি-র কুচকাওয়াজ নজর কাড়ে। ধুলিয়ানে সামসেরগঞ্জের বিধায়ক নিরাপত্তা কর্মীদের সংবর্ধনা দেন। নদিয়ার নওদা ব্লকে ব্লক সভাপতি সইফুজ্জামান শেখ প্রাক্তন সেনা সদস্য ও শহিদ পরিবারদের সম্মাননা স্মারক প্রদান করেন।
কলকাতায় মিছিলের নেতৃত্ব দিয়ে রাজ্যের মন্ত্রী ডঃ শশী পাঁজা বলেন, “আমরাও দেশপ্রেমিক ভারতীয়। দেশপ্রেম মানে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের পরিবারের পাশে আমরা আছি। আমরা সেনা, নৌ ও বায়ুসেনার প্রতি শ্রদ্ধা জানাই।”
কলকাতার এক মিছিলে অংশ নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমাদের প্রথম পরিচয়—আমরা ভারতীয়। সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনা পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। আমরা সেনাদের স্যালুট জানাই। কর্নেল সোফিয়া কুরেশি থেকে উইং কমান্ডার ব্যোমিকা সিং এঁদের সবাইকে আমরা সম্মান জানাই। ঝন্টু আলি শেখ-সহ যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের রক্ত বৃথা যাবে না। যেকোনও হামলায় ভারত একজোট হয়ে জবাব দেবে। ভারতীয় সেনার জন্য আমরা গর্বিত।”
Kolkata,West Bengal