Last Updated:
Lok Sabha seat reshuffle: লোকসভায় নতুনভাবে যে আসনবণ্টন হয়েছে এতে তৃণমূলের বাকি সাংসদদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের পাশে আসন পেয়েছেন অখিলেশ যাদব।
নয়াদিল্লি: লোকসভায় আসনবণ্টন নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। এই ইস্যুতে সোমবার থেকে অচল হওয়ার আশঙ্কা সংসদের অধিবেশনের। রীতি অনুযায়ী কোনও একটি কক্ষে একটি রাজনৈতিক দলের সাংসদরা একই ব্লকে বসেন। প্রথমে থাকেন সেই দলের সংসদীয় নেতা এবং পরে অন্যান্য সাংসদরা।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় সোনার খনির হদিস পেল প্রতিবেশি দেশ! মজুত রয়েছে ৭ লক্ষ কোটি টাকার সোনা
কিন্তু লোকসভায় নতুনভাবে যে আসনবণ্টন হয়েছে এতে তৃণমূলের বাকি সাংসদদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের পাশে আসন পেয়েছেন অখিলেশ যাদব। এবার সুদীপের পিছনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বদলে আসন পেয়েছেন সমাজবাদী পার্টির সাংসদরা। এখানেই বিপত্তি।
আসনবণ্টন ইস্যুতে ক্ষুব্ধ প্রধান বিরোধী দল কংগ্রেসও। কংগ্রেসের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অখিলেশ-সহ সমাজবাদী পার্টির পুরো সাংসদ শিবিরকেই। আসনবণ্টন ইস্যুকে হাতিয়ার করে ফের ইন্ডিয়া জোটে তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস।
আরও পড়ুন: ১০ দিনেও টাকা গোনা শেষ হয়নি, দেশের সবচেয়ে বড় IT Raid! কত কোটি উদ্ধার হয় জানেন?
সম্ভবত এই ইস্যু নিয়ে আলোচনার জন্যই তড়িঘড়ি সোমবার সকাল ১০টায় ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল কংগ্রেস। সূত্রের খবর, এই বৈঠকে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলকেও। আসনবণ্টন ইস্যুতে প্রতিবাদের রূপরেখা ঠিক করতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গগৈ। এই ইস্যু নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গেও যোগাযোগ করেছেন গৌরব গগৈ।
পাশাপাশি, স্বতন্ত্রভাবে স্পিকারকে চিঠি লিখে প্রতিবাদ জানাতে চলেছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, সোমবার লোকসভায় তৃণমূলের কোন সাংসদ নির্ধারিত আসনে বসবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবেন তৃণমূল সাংসদরা।
Kolkata,West Bengal
November 30, 2024, 11:45 PM IST