TMC 21 July Rally: রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই, শহিদ দিবসের মঞ্চে কী বার্তা দেবেন জননেত্রীর? শহরজুড়ে বাড়ছে কর্মী-সমর্থকদের ভিড়

TMC 21 July Rally: রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই, শহিদ দিবসের মঞ্চে কী বার্তা দেবেন জননেত্রীর? শহরজুড়ে বাড়ছে কর্মী-সমর্থকদের ভিড়

Last Updated:

TMC 21 July Rally Mamata Banerjee: এবারের একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তৎপর কলকাতা পুলিশ ও পুরসভা। আদালতের নির্দেশ মেনেই একুশে জুলাইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশের তরফে।

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)TMC 21 July Rally: রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই, শহিদ দিবসের মঞ্চে কী বার্তা দেবেন জননেত্রীর? শহরজুড়ে বাড়ছে কর্মী-সমর্থকদের ভিড়
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

কলকাতা: রাত পোহালেই ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। ধর্মতলায় চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। রবিবার সন্ধেয় নিজে গিয়ে ধর্মতলায় প্রস্তুতি দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি স্টেডিয়ামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহরজুড়ে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড় বাড়ছে।

এবারের একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তৎপর কলকাতা পুলিশ ও পুরসভা। আদালতের নির্দেশ মেনেই একুশে জুলাইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশের তরফে। একুশে জুলাই তৃণমূলের কর্মী-সমর্থকদের কাছে একটা বড় আবেগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা হাজির হন ধর্মতলায়।

আরও পড়ুন: সব গুঞ্জনে ইতি, এরই নাম দিলীপ ঘোষ! ২১ জুলাই কোন মঞ্চে দেখা যাবে বিজেপি নেতাকে? বড় খবর দিলেন নিজেই

পুলিশ নিরাপত্তা নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না। রবিবার থেকেই রাস্তায় থাকছে সাড়ে চার হাজার পুলিশ। শহরে ত্রিস্তুরীয় নিরাপত্তার ব‌্যবস্থা করেছে পুলিশ। মঞ্চ এবং সংলগ্ন চত্ত্বর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। পুলিশ সূত্রে খবর, মূল মঞ্চ ভিভিআইপি জোনের মধ্যে থাকবে। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। এছাড়া ৩০ জন ডিসি পদমর্যাদার অফিসাররা থাকবেন। এছড়া ৭০জন এসি, ১৫০ জন ইন্সপেক্টর থাকছেন ধর্মতলা চত্বর জুড়ে।

শহিদ দিবসের দিন নিত‌্যযাত্রীদের সহায়তরা জন‌্য পুলিশের দুটি মোবাইল নম্বর চালু করা হয়েছে। রাস্তায় বেড়িয়ে কোথাও কোনও সমস‌্যায় পড়লে নিত‌্যযাত্রীরা ৯৮৩০৮১১১১১/৯৮৩০০১০০০০ এই নম্বরে ফোন করতে পারবেন। এছাড়া রয়েছে টোল ফ্রি নম্বর ১০৭৩।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে গিয়েছেন। মালদহ থেকে তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূর এসেছেন কর্মীদের উৎসাহ দিতে। মন্ত্রী ববি হাকিম রয়েছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে। কর্মী সমর্থকদের যাতে কোনও অসুবিধা না হয়, সমস্ত বন্দোবস্তর দিকে নজর রাখছেন তৃণমূলের নেতা সুশান্ত ঘোষ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC 21 July Rally: রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই, শহিদ দিবসের মঞ্চে কী বার্তা দেবেন জননেত্রীর? শহরজুড়ে বাড়ছে কর্মী-সমর্থকদের ভিড়

Scroll to Top