TMC 21 July: একুশে জুলাইয়ের মঞ্চে ‘শাহরুখ খান’-এর মতো ওই যুবক কে? কিং খানের ভক্তকে ঘিরে হইচই !

TMC 21 July: একুশে জুলাইয়ের মঞ্চে ‘শাহরুখ খান’-এর মতো ওই যুবক কে? কিং খানের ভক্তকে ঘিরে হইচই !

Last Updated:

Shahrukh Khan Fan in 21 July TMC Martyrs’ Day: শাহরুখ খানের ভক্ত। এসেছেন তৃণমূলের সভায় যোগ দিতে। ধর্মতলা চত্বরে তাকে দেখতে ভিড় জমালেন বাকিরা।

একুশে জুলাইয়ের মঞ্চে ‘শাহরুখ খান’-এর মতো ওই যুবক কে? TMC 21 July: একুশে জুলাইয়ের মঞ্চে ‘শাহরুখ খান’-এর মতো ওই যুবক কে? কিং খানের ভক্তকে ঘিরে হইচই !
একুশে জুলাইয়ের মঞ্চে ‘শাহরুখ খান’-এর মতো ওই যুবক কে?

আবীর ঘোষাল, কলকাতা: আজ, সোমবার ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ বড় সমাবেশ। মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৬০০ জন বসতে পারেন, এমন ভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। ত্রিস্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২ ও ১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে গোটা রাজ্য থেকেই দলে দলে এসেছেন সমর্থকরা ৷ তাঁদের মধ্যে একজন শাহরুখ খানের বিশেষ ভক্তকেও দেখা গেল ৷ যার ছবি ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷

নাম ওয়াসিম। শাহরুখ খানের ভক্ত। এসেছেন তৃণমূলের সভায় যোগ দিতে। ধর্মতলা চত্বরে তাকে দেখতে ভিড় জমালেন বাকিরা। ওই যুবককে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায় এদিন ৷

তৃণমূলের সভার কারণে রাস্তায় গাড়ি কম। রাস্তায় যানবাহন অন্যান্য দিনের তুলনায় অনেকই কম ৷ তাই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যে ক’টি হাতেগোনা বাস চলছে মধ্য কলকাতায়, সেগুলিতে প্রচুর ভিড়। অনেকে উঠতে পারছেন না। শিয়ালদহ থেকে মৌলালির রাস্তায় যানজট রয়েছে। বাস নেই। এমনকি, অ্যাপ ক্যাবও মিলছে না বলে দাবি। হাতিবাগান থেকে শোভাবাজার পর্যন্ত অটোতে আসতে পারলেও ডালহৌসির বাস পাচ্ছেন না, জানান আর এক নিত্যযাত্রী।

রাজ্যে বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন। ধর্মতলায় শহিদ দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শহিদ দিবস উপলক্ষে এবার আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। যাতে অপ্রীতিকর পরিস্থিতি কেউ তৈরি করতে না পারে, তার জন্য আরও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।ভিক্টোরিয়া হাউসের সামনে হচ্ছে শহিদ দিবসের মঞ্চ। সেই মূল মঞ্চের নিরাপত্তা ভাগ করা হয়েছে তিনটি জোনে।

ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হয়েছে দলীয় পতাকার তিনটি রঙে। তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যেরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC 21 July: একুশে জুলাইয়ের মঞ্চে ‘শাহরুখ খান’-এর মতো ওই যুবক কে? কিং খানের ভক্তকে ঘিরে হইচই !

Scroll to Top