

অনেক সময় কানের ভিতরে ময়লা জমতে জমতে এমন আকার ধারণ করে যে, আমাদের নানা রকম সমস্যা হতে শুরু করে। তবে কানের ময়লার উপকারিতাও রয়েছে। কানে যে ময়লা জমে, সেটা আবার বাইরের ধুলোবালি, ব্যাকটেরিয়া এবং অন্যান্য ময়লা থেকে কানকে রক্ষা করে। শুধু তা-ই নয়, সংক্রমণ থেকেও রক্ষা করে কানের ময়লা। যদিও তা বেড়ে গেলে কিন্তু মুশকিল। ব্যথা, চুলকানি এবং শোনার সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। তাই কানের ময়লা নিয়ে জেরবার হলে বাড়িতে বসেই সঠিক ভাবে কান পরিষ্কার করতে হবে। আর কানের ময়লা সাফ করার কিছু সহজ উপায় দেখে নেওয়া যাক। (Representative Image)