05

না ধুয়ে বাঁধাকপি ও ফুলকপি খাওয়ার অপকারিতা (Side effects of eating cabbage cauliflower with worms)
অনেক সময় শাকসবজি যদি বাসি হয়ে যায় তাহলে তার ভিতরে পোকামাকড় জন্মাতে পারে। যদি এই ধরনের সবজি রান্না করার আগে পরিষ্কার না করা হয় তাহলে পেটে ব্যাথা, বমি, ডায়রিয়া, অ্যালার্জির মতো রোগেরও শিকার হতে পারেন। যেহেতু এই ধরনের সবজি সরাসরি মাটির উপরেই জন্মায় তাই এতে সরাসরি ধুলো, জীবাণু, কীটনাশক সবকিছুই থাকে। বাঁধাকপি যদি পরিষ্কার না করে পোকাশুদ্ধ খাওয়া হয় তাহলে তা মস্তিষ্কেরও বড় ক্ষতি করতে পারে৷ এমনকি মস্তিষ্কের সংক্রমণও হতে পারে৷