Teesta River: তিস্তা নিয়ে দেদার গরু পাচার! আন্তর্জাতিক চোরাচালানের ‘রুট’ খুঁজতে নদীতে পুলিশ

Teesta River: তিস্তা নিয়ে দেদার গরু পাচার! আন্তর্জাতিক চোরাচালানের ‘রুট’ খুঁজতে নদীতে পুলিশ

Last Updated:

নদী পথে চোরাকারবারীদের যাতায়াতের রুটের খোঁজ করতে এবার তিস্তায় নামল পুলিশ। চলল রেকি।

ধৃত পাচারকারীকে সঙ্গে নিয়ে তিস্তা নদীতে রেকি পুলিশের Teesta River: তিস্তা নিয়ে দেদার গরু পাচার! আন্তর্জাতিক চোরাচালানের ‘রুট’ খুঁজতে নদীতে পুলিশ
ধৃত পাচারকারীকে সঙ্গে নিয়ে তিস্তা নদীতে রেকি পুলিশের

জলপাইগুড়ি, শান্তনু করঃ তিস্তা নদীকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক চোরাচালানের অভিযোগ। তিস্তাকে ব্যবহার করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে চলছিল পাচারকারীদের দেদার পাচার। নদী পথে চোরাকারবারীদের যাতায়াতের রুটের খোঁজ করতে এবার তিস্তায় নামল পুলিশ। চলল রেকি। ধৃত এক পাচারকারীকে সঙ্গে নিয়েই করা হল রেকি। জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি ব্লকের বেলতলি সংলগ্ন তিস্তা নদী পথে মিলল পাচার পথের খোঁজ।

আরও পড়ুনঃ  রাস্তার ধারে পড়ে পরিত্যক্ত সুটকেস, ভিতরে বোমা নাকি!

সম্প্রতি তিস্তা নদী থেকে ১৯টি গরু উদ্ধার হয়েছে। গরু পাচারের অভিযোগে একজনকে গ্রেফতারও করে পুলিশ। তিস্তা নদীর কোন পথ ব্যবহার করছে পাচারকারীরা তার সন্ধান করতে ধৃত পাচারকারীকে সঙ্গে নিয়ে নদীতে করা হল রেকি। সেই পথের খোঁজ করতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ তিস্তায় রেকি করেন পুলিশ আধিকারিকরা। ধৃত পাচারকারীকে নিয়ে ঘটনার পুননির্মাণও করেছে পুলিশ।

Scroll to Top