Teacher: অর্ধেক দিন অনুপস্থিত, স্কুলে আসেন মদ খেয়ে! এ কোন শিক্ষক? গুরুতর অভিযোগে তোলপাড় নদিয়ার স্কুল

Teacher: অর্ধেক দিন অনুপস্থিত, স্কুলে আসেন মদ খেয়ে! এ কোন শিক্ষক? গুরুতর অভিযোগে তোলপাড় নদিয়ার স্কুল

Last Updated:

Teacher: ছুটির আবেদন না জানিয়ে বিদ্যালয়ে মাঝেমধ্যেই অনুপস্থিত শিক্ষক। মাঝে মাঝে আবার বিদ্যালয়ে আসেন রীতিমতো নেশাগ্রস্ত হয়ে। এবার গুরুতর অভিযোগে খোদ স্কুল টিচার। সাতদিন বাদে স্কুলে ঢুকলে অভিভাবকদের ক্ষোভের মুখে শেষমেশ অন্যায় স্বীকার করে নিলেন শিক্ষক।

X

Teacher: অর্ধেক দিন অনুপস্থিত, স্কুলে আসেন মদ খেয়ে! এ কোন শিক্ষক? গুরুতর অভিযোগে তোলপাড় নদিয়ার স্কুল

অভিযুক্ত শিক্ষক

নদিয়া: ছুটির আবেদন না জানিয়ে বিদ্যালয়ে মাঝেমধ্যেই অনুপস্থিত শিক্ষক। মাঝে মাঝে আবার বিদ্যালয়ে আসেন রীতিমতো নেশাগ্রস্ত হয়ে। এবার গুরুতর অভিযোগে খোদ স্কুল টিচার। সাতদিন বাদে স্কুলে ঢুকলে অভিভাবকদের ক্ষোভের মুখে শেষমেশ অন্যায় স্বীকার করে নিলেন শিক্ষক।

ছুটির কোনওরকম আবেদন না জানিয়েই বিদ্যালয়ের অনুপস্থিত থাকেন দিনের পর দিন। এই অভিযোগে অভিযুক্ত শিক্ষক বৃহস্পতিবার ৭ দিন বাদে বিদ্যালয়ে ঢুকতে গেলেই অভিভাবকদের বাধার মুখে পড়তে হয় ওই শিক্ষককে। বাবা-মায়েদের ক্ষোভের মুখে পড়েন তিনি।

আরও পড়ুন: আগামী ২ ঘণ্টায়…! ৭ রাজ্য কাঁপাতে আসছে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি! ২০ রাজ্যে বজ্রবিদ্যুৎ-ঝড়জল-দুর্যোগ! কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

সকলের অভিযোগ, কালেভদ্রে বিদ্যালয়ে আসেন মাস্টারমশাই! শুধু তাই নয়, মাঝেমধ্যেই নাকি মদ্যপান করে আসেন বিদ্যালয়! এমনই গুরুতর অভিযোগ উঠল শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মনসাতলা কেবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সরদারের বিরুদ্ধে। জানা যায় ওই বিদ্যালয়ে সর্বসাকুল্য প্রধান শিক্ষককে নিয়ে মাত্র চারজন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ে পড়ুয়ারদের সংখ্যা ১১১ জন। তার মধ্যেই এক শিক্ষক মাসের মধ্যে বেশিরভাগ দিনই থাকেন ছুটিতে। এমনকি জানা গিয়েছে সেই ছুটির দরখাস্ত পর্যন্ত সঠিকভাবে দেওয়া হয় না। শুধু তাই নয় বেশ কয়েকদিন স্কুলের অন্যান্য কর্মীরা এবং পড়ুয়ারা অভিযুক্ত ওই শিক্ষকের মুখ দিয়ে পেয়েছেন মদের গন্ধ খুদে ছাত্ররাও বাড়িতে গিয়ে মা-বাবাকে এমনটাই বলেন বলে জানিয়েছেন অনেক অভিভাবক।

আরও পড়ুন: ৭ দিনে দূর হবে কালো দাগ…! ফুটফুটে হয়ে যাবে মুখ, রাতে নিয়ম করে লাগান এই ৩ জিনিস, সকালে উঠেই দেখুন তফাৎ

এমনই গুরুতর অভিযোগ নিয়ে এদিন সকালে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকেরা প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত ওই শিক্ষকের অতি সত্বর বদলির দাবি নিয়ে আসেন। সাময়িকভাবে উত্তেজনা সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এমনকি অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই শিক্ষকের সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তখনও সঠিক উত্তর দিতে পারেননি। অভিভাবকদের প্রশ্ন যেখানে হাজার হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, সেখানে ওঁর মত শিক্ষক চাকরি পাওয়ার পরেও শিক্ষকতার মানকে হেলায় ধূলিস্যাৎ করছেন।

আরও পড়ুন: বর্ষা নিয়ে এল আবহাওয়ার বিরাট আপডেট…! ২০২৫-এ কোথায় কত বৃষ্টি? আপনার রাজ্যে কবে ঢুকবে Monsoon? জানুন লেটেস্ট নিউজ

যদিও স্কুলে ওই শিক্ষকের অনুপস্থিতির কথা মেনে নিলেও বাকি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, “ওই শিক্ষক মদ্যপান করে এসেছেন বিদ্যালয়ের এমনটা আমি কখনও বুঝতে পারিনি। অভিভাবক কিংবা পড়ুয়ারা হয়তো বুঝতে পারে আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি। বরং বিদ্যালয়ে আসলে ওই শিক্ষক যথেষ্ট ভাল ভাবেই ছাত্র-ছাত্রীদের পড়ান। কিন্তু মাঝেমধ্যেই তিনি গরহাজির থাকেন, এটিই তার দোষ। তবে স্কুলে এলে ওঁর থেকে ভাল শিক্ষক আর কেউ হয় না। এই অভিযোগ ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে অবিলম্বে এই বিদ্যালয়ে একজন শিক্ষক প্রয়োজন।”

যদিও এ প্রসঙ্গে শিক্ষক সঞ্জয় সর্দার তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ স্বীকার করেন। তিনি যে মদ্যপান করেন, সে কোথাও স্বীকার করে নেন সঞ্জয় সর্দার। তবে বিদ্যালয়ে মদ্যপান করে চলে এসেছিলেন মাত্র দুবার, আজ তিনি সাত দিন বাদে স্কুলে এসেছেন তবে আজকের পর থেকে এ ভুল আর হবে না অন্যদিকে ছুটির বিষয়েও তিনি নিয়ম মেনে চলবেন বলে আশ্বাস দেন।

তবে শান্তিপুর নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বিষয়টি তাঁর বিচার্য বিষয় নয়। অন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল তবে প্রামাণ্য হিসেবে কোনও ত্রুটি ছিল তাই ফাইলটি ফেরত এসেছে আবারও সম্পূর্ণ করে অবশ্যই পাঠানো হবে তবে ওই বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক প্রসঙ্গেও তিনি জানাবেন বলে জানিয়েছেন।

Mainak Debnath

Next Article

Dilip Ghosh: দখল করেছেন তুষারকান্তি ঘোষ, থাকেন দিলীপ ঘোষ! বাংলায় রেলের বাংলো নিয়ে শোরগোল, জরিমানাও

Scroll to Top