Tea Association of India: ভয়ঙ্কর অবস্থা, বিঘের পর বিঘে চা বাগান তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে! দ্রুত পদক্ষেপের আর্জি

Tea Association of India: ভয়ঙ্কর অবস্থা, বিঘের পর বিঘে চা বাগান তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে! দ্রুত পদক্ষেপের আর্জি

Tea Association of India: ভয়ঙ্কর অবস্থা, বিঘের পর বিঘে চা বাগান তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে! দ্রুত পদক্ষেপের আর্জি

Last Updated:

Tea Association of India:অবৈধ ভাবে নদী থেকে তোলা হচ্ছে বালি, পাথর। যার জেরে নাব্যতা কমছে, বিঘের পর বিঘে চা বাগানের জমি যাচ্ছে নদীর গর্ভে।

ভয়ঙ্কর অবস্থা, বিঘের পর বিঘে চা বাগান তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে! দ্রুত পদক্ষেপের আর্জি

অবৈধ ভাবে নদী থেকে তোলা হচ্ছে বালি, পাথর। যার জেরে নাব্যতা কমছে, বিঘের পর বিঘে চা বাগানের জমি যাচ্ছে নদীর গর্ভে। প্রশাসন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করুক, চিঠি দিয়ে জানাল টি অ‍্যাসোশিয়েসন অফ ইন্ডিয়া (Tea Association of India)। বেলগাছি, দাগাপুর, মাটিগাড়া, থানজোড়া, নিশ্চিন্দপুর, তিহানা-সহ একাধিক বাগানের অবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

চা শিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপ করুক প্রশাসন আর্জি সংগঠনের। উত্তরবঙ্গ শাখার সচিব সুমিত ঘোষ বলেছেন, ‘‘আমরা রোজই এলাকার খোঁজ নিচ্ছি। ভয়ানক পরিস্থিতি বেলগাছি বাগানকে ঘিরে তৈরি হয়েছে।’’

আরও পড়ুন: একটি সবজিই ‘ব্রহ্মাস্ত্র’…টেনে বের করবে শিরায় জমে থাকা ক্ষতিকারক কোলেস্টেরল! হার্ট অ‍্যাটাক রুখবে, শীতে খাওয়া ‘মাস্ট’

পুলিশ সূত্রের খবর, মহানন্দা, বালাসন, ডুমুরিয়া, মাঞ্ঝা বা মেচি নদীতে বালি মাফিয়ারা সক্রিয় বলে অভিযোগ। তা ছাড়া একাধিক চা বাগান বস্তি, জঙ্গল লাগোয়া ছোট নদী, ঝোরা থেকেও বালি তোলা হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন: মেস থেকে উদ্ধার যাদবপুরের ছাত্রের দেহ! পরীক্ষার পর বাড়ি যাওয়া আর হল না

নকশালবাড়ির বেলগাছি ছাড়াও জাবরা বাগানের চে‌ঙ্গা নদী থেকে বালি তোলা হয়। অটল চা বাগানের চেঙ্গা নদী, মেচি নদীর রকমজোত, নিউ চামটা, গুলমা, বালাসনের পুটিনবাড়ি এবং এমএম তরাই চা বাগান থেকে বেআইনি ভাবে বালি তোলার অভিযোগ রয়েছে। মাটিগাড়ার তারাবাড়ি, কলমজোত, রানাবস্তি, কাওয়াখালি, খাপরাইল, পাথরঘাটার মতো এলাকায় বেআইনি বালির কারবার সব চেয়ে বেশি চলছে বলে অভিযোগ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Tea Association of India: ভয়ঙ্কর অবস্থা, বিঘের পর বিঘে চা বাগান তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে! দ্রুত পদক্ষেপের আর্জি

Scroll to Top