Tangra Case Update: শুধু ঘুমের ওষুধ, ট্যাংরার দে বাড়ির পায়েসে মেশানো হয়েছিল তুলসি পাতাও! কেন?

Tangra Case Update: শুধু ঘুমের ওষুধ, ট্যাংরার দে বাড়ির পায়েসে মেশানো হয়েছিল তুলসি পাতাও! কেন?

Last Updated:

পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত, ট্যাংরার বাড়িতে প্রণয়ের স্ত্রী এবং প্রসূনের স্ত্রী ও মেয়েকে খুনই করা হয়েছে৷

দে পরিবারের নৃশংস পরিণতিতে রহস্য৷ Tangra Case Update: শুধু ঘুমের ওষুধ, ট্যাংরার দে বাড়ির পায়েসে মেশানো হয়েছিল তুলসি পাতাও! কেন?
দে পরিবারের নৃশংস পরিণতিতে রহস্য৷

কলকাতা: যত সময় যাচ্ছে, ততই ট্যাংরা কাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে৷ এবার পুলিশ সূত্রে জানা গেল, পায়েসের মধ্যে শুধু ঘুমের ওষুধই নয়, তুলসি পাতা বেটেও মিশিয়ে দিয়েছিলেন দে বাড়ির দুই ছেলে প্রণয় এবং প্রসূন৷

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ওই দু জন পুলিশ জানিয়েছেন, সপরিবারে আত্মঘাতী হওয়ার কথা পরিবারের বড়রা জানলেও প্রণয়ের ১৪ বছরের ছেলে এবং প্রসূনের ১২ বছর বয়সি মেয়ে জানত না৷ কিন্তু পায়েসের মধ্যে কড়া ডোজের ঘুমের ওষুধ মেশানোর পর তা থেকে গন্ধ বের হচ্ছিল৷ সেই গন্ধ চাপা দিতেই ছাদ থেকে তুলসি পাতা তুলে এনে বেটে ওই পায়েসের মধ্যে মিশিয়ে দেওয়া হয়৷

আরও পড়ুন: গাড়িতে মিলেছিল বিশেষ ওষুধ, এবার ঝোপের মধ্যে মিলল কী? আরও বিপাকে চণ্ডীতলার প্রাক্তন আইসি

পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত, ট্যাংরার বাড়িতে প্রণয়ের স্ত্রী এবং প্রসূনের স্ত্রী ও মেয়েকে খুনই করা হয়েছে৷ কিন্তু এই খুন প্রণয় অথবা প্রসূন একা করেছেন, নাকি দু জনে মিলেই করেছেন, তা এখনও স্পষ্ট নয়৷ তৃতীয়ও কারও উপস্থিতির সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেই দু জনকে গ্রেফতার করে আরও জেরা করে সেই রহস্যের কিনারা করতে চান তদন্তকারীরা৷

ই এম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রণয় দে, তাঁর ভাই প্রসূন দে এবং প্রণয়ের ১৪ বছর বয়সি ছেলে৷ সম্ভবত আগামিকাল প্রণয় দে এবং তাঁর কিশোর পুত্রকে কোনও সরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে পারে পুলিশ৷

অন্যদিকে ফরেন্সিক পরীক্ষায় জানা গিয়েছে, ই এম বাইপাসে মেট্রো রেলের পিলারে ধাক্কা দেওয়ার আগে প্রণয় এবং প্রসূন দে-র গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার৷ গাড়ি চালাচ্ছিলেন ছোট ভাই প্রসূন৷ গাড়ির ভিতর থেকে একটি চাবির গোছাও উদ্ধার করেছে পুলিশ৷ সম্ভবত দে বাড়ির সদর দরজা সহ বিভিন্ন ঘরের চাবি ছিল ওই গোছাতে৷ তালা দিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রণয়, প্রসূন এবং ১৪ বছরের ওই কিশোর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Tangra Case Update: শুধু ঘুমের ওষুধ, ট্যাংরার দে বাড়ির পায়েসে মেশানো হয়েছিল তুলসি পাতাও! কেন?

Next Article

Bhasha Dibash: কলকাতা হাই কোর্টে ভাষা দিবস উদযাপন, এজলাসে ‘আ মরি বাংলা ভাষা’, দিনভর শুনানি হল বাংলায়

Scroll to Top