Last Updated:
প্রণয়ের নাবালক পুত্রের জন্য চাইল্ড লাইন ও সিডব্লিউসি-র সঙ্গে কথা বলে রেখেছে পুলিশ। হাসপাতাল থেকে ছাড়া হলেই সিডব্লিউসি বা চাইল্ড লাইনের মাধ্যমে ওই কিশোরের কোনও একটা ব্যবস্থা করা হবে।

কলকাতা: আগামী সপ্তাহেই প্রণয় দে-কে গ্রেফতারের পথে পুলিশ? ট্যাংরা কাণ্ডে প্রসূনের পর এবার তাঁর দাদা প্রণয়কে গ্রেফতার করবে কলকাতা পুলিশ। হাসপাতাল থেকে ছাড়া পেলেই দে পরিবারের বড় ছেলেকে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে দাবি।
প্রণয় দে-কে পরের সপ্তাহে হাসপাতালে থেকে ছাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে ট্যাংড়া থানার পুলিশ। প্রণয়ের পায়ে ট্র্যাকশন দেওয়া আছে। সেটি খুললেই হাসপাতাল থেকে মুক্তি পাবেন তিনি। তারপরই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে লালবাজার।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার চরমসীমা, পণবন্দি এখনও ২১৪ জন! পাক সরকারকে কী শর্ত দিল বালোচ হামলাকারীরা?
অন্যদিকে প্রণয়ের নাবালক পুত্রের জন্য চাইল্ড লাইন ও সিডব্লিউসি-র সঙ্গে কথা বলে রেখেছে পুলিশ। হাসপাতাল থেকে ছাড়া হলেই সিডব্লিউসি বা চাইল্ড লাইনের মাধ্যমে ওই কিশোরের কোনও একটা ব্যবস্থা করা হবে। কারণ দে পরিবারের কোনও আত্মীয়ই ওই হতভাগ্য কিশোরের দায়িত্ব নিতে চাইছে না এখনও। ফলে ওই কিশোরের ভবিষ্যৎ নিয়েই চিন্তায় পুলিশ কর্তারা৷
ইতিমধ্যে ট্যাংড়া খুনে আদালতে গোপন জবাববন্দি দিয়েছেন প্রসূণ দে। এর আগে গ্রেফতারের পর স্ত্রী রোমি, মেয়ে ও বৌদিকে খুনের কথা স্বীকার করেছেন তিনি ।
Kolkata,West Bengal
March 12, 2025 2:52 AM IST
Biryani: বাকিতে দশ প্লেট বিরিয়ানির দাবি, না বলতেই দোকানে তাণ্ডব! নিউ টাউনে ধুন্ধুমার