Tamim Iqbal Health Update: মৃত্যুমুখ থেকে বাড়ি ফিরলেন, ক্রিকেটে ফিরতে পারবেন তামিম? হার্ট অ্যাটাকের পর কী বলছেন চিকিৎসকরা

Tamim Iqbal Health Update: মৃত্যুমুখ থেকে বাড়ি ফিরলেন, ক্রিকেটে ফিরতে পারবেন তামিম? হার্ট অ্যাটাকের পর কী বলছেন চিকিৎসকরা

Last Updated:

তামিমের কাকা এবং বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার আক্রম খান জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তামিমকে সিঙ্গাপুর অথবা ব্যাঙ্ককে নিয়ে যাওয়া হতে পারে৷

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিধ্বস্ত তামিম ইকবাল, ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সংশয়৷Tamim Iqbal Health Update: মৃত্যুমুখ থেকে বাড়ি ফিরলেন, ক্রিকেটে ফিরতে পারবেন তামিম? হার্ট অ্যাটাকের পর কী বলছেন চিকিৎসকরা
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিধ্বস্ত তামিম ইকবাল, ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সংশয়৷

ঢাকা: ঢাকা লিগের ম্যাচে খেলতে গিয়ে প্রবল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ কার্যত যমে মানুষে টানাটানির পর অবশেষে বাড়ি ফিরলেন বাংলাদেশের প্রাক্তন তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল৷ তামিমের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল৷ বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোয় এই দাবি করা হয়েছে৷

তবে এখন সবথেকে বড় প্রশ্ন, বাড়ি ফিরলেও তামিম কি আর ক্রিকেটে ফিরতে পারবেন?

বাংলাদেশের জাতীয় দল থেকে অবসর নিলেও এখনও বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা লিগে চুটিয়ে ক্রিকেট খেলছিলেন তামিম৷ এ বছর তাঁরই নেতৃত্বে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল৷

আরও পড়ুন: মাত্র ৩৬ বছরেই ম্যাসিভ হার্ট অ্যাটাক, কোন নেশায় সর্বনাশ হল ক্রিকেটার তামিম ইকবালের? জানালেন চিকিৎসক

চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত অন্তত তিন মাস বিশ্রামে থাকতে হবে তামিমকে৷ ঢাকার বেসরকারি হাসপাতালে যে মেডিক্যাল বোর্ড তামিম ইকবালের চিকিৎসার দায়িত্বে ছিল, তার প্রধান অধ্যাপক শাহবুদ্দিন তালুকদার জানিয়েছেন, তিন চার মাস বাদে ফের একবার তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা কার্ডিয়াক টিম এবং ফিজিওরা বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন৷ প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ফের ব্যাট হাতে তুলে নিতে পারবেন কি না, তখনই সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা৷

চিকিৎসকরা ইতিমধ্যেই জানাচ্ছেন, আচমকা নিজের এই পরিণতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের তারকা ক্রিকেটার৷ মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি৷ সেই কারণে তাঁর কাউন্সেলিংয়ের সিদ্ধান্তও নিয়েছেন চিকিৎসকরা৷

তামিমের কাকা এবং বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার আক্রম খান জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তামিমকে সিঙ্গাপুর অথবা ব্যাঙ্ককে নিয়ে যাওয়া হতে পারে৷ তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এবার থেকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করতে হবে তামিমকে৷ খাওয়া দাওয়া থেকে শুরু করে জীবনযাপন, সবকিছুতেই শৃঙ্খলাপরায়ণ হতে হবে তাঁকে৷ ছাড়তে হবে ধুমপান৷ তা না হলে ফের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবেই৷

বাংলা খবর/ খবর/খেলা/

Tamim Iqbal Health Update: মৃত্যুমুখ থেকে বাড়ি ফিরলেন, ক্রিকেটে ফিরতে পারবেন তামিম? হার্ট অ্যাটাকের পর কী বলছেন চিকিৎসকরা

Next Article

MS Dhoni Stumping: ধোনি না ঝড়! কিছু বোঝার আগেই ‘খাল্লাস’ হয়ে গেলেন সল্ট, ভাইরাল রিল ধোনির স্টাম্পিং

Scroll to Top